AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লোমশ শরীরে ‘নগ্ন’ বিখ্যাত নায়কেরা! ৮০-৯০ দশকের এই ফটোশুটগুলি আজ হাসির খোরাক

বছর যত যায়, তত বদলায় ফ্যাশনের ধাঁচ। আজ যা ছিল আধুনিক, ক'দিন পরে তাই হয়ে যায় 'ব্যাকডেটেড'। এই যেমন একসময় পুরুষের বক্ষদেশে অত্যধিক কেশই ছিল 'ইন'।

| Edited By: | Updated on: Jan 29, 2024 | 10:32 PM
Share
বছর যত যায়, তত বদলায় ফ্যাশনের ধাঁচ। আজ যা ছিল আধুনিক, ক'দিন পরে তাই হয়ে যায় 'ব্যাকডেটেড'। এই যেমন একসময় পুরুষের বক্ষদেশে অত্যধিক কেশই ছিল 'ইন'।

বছর যত যায়, তত বদলায় ফ্যাশনের ধাঁচ। আজ যা ছিল আধুনিক, ক'দিন পরে তাই হয়ে যায় 'ব্যাকডেটেড'। এই যেমন একসময় পুরুষের বক্ষদেশে অত্যধিক কেশই ছিল 'ইন'।

1 / 8
অক্ষয় কুমার থেকে অনীল কাপুর-- তালিকায় ছিলেন অনেকেই। আজ যদিও সবটাই 'হাসির খোরাক'। মিমারদের প্রিয় খাদ্য।

অক্ষয় কুমার থেকে অনীল কাপুর-- তালিকায় ছিলেন অনেকেই। আজ যদিও সবটাই 'হাসির খোরাক'। মিমারদের প্রিয় খাদ্য।

2 / 8
দেখে নিন ওই সময়ের এমন কিছু ছবি যা এখনকার ফ্যাশনের সঙ্গে খাপ খায় না। রণবীর সিং তো হালফিল, তখনও কেউ নগ্ন আবার কেউ অর্ধনগ্ন হয়ে ফটোশুট করে রীতিমতো চমকে দিয়েছিলেন সকলকে।

দেখে নিন ওই সময়ের এমন কিছু ছবি যা এখনকার ফ্যাশনের সঙ্গে খাপ খায় না। রণবীর সিং তো হালফিল, তখনও কেউ নগ্ন আবার কেউ অর্ধনগ্ন হয়ে ফটোশুট করে রীতিমতো চমকে দিয়েছিলেন সকলকে।

3 / 8
৯০-র দশকে কেরিয়ার শুরু হয়েছিল বলিউডের দুই হ্যান্ডসাম পুরুষ অক্ষয় কুমার ও সইফ আলি খান। তাঁদের সেই সেমি-ন্যুড ফটোশুট নিয়ে আজও চলে হাসাহাসি।

৯০-র দশকে কেরিয়ার শুরু হয়েছিল বলিউডের দুই হ্যান্ডসাম পুরুষ অক্ষয় কুমার ও সইফ আলি খান। তাঁদের সেই সেমি-ন্যুড ফটোশুট নিয়ে আজও চলে হাসাহাসি।

4 / 8
এক ফটোশুটের জন্য সম্পূর্ণ উলঙ্গ হয়েছিলেন শক্তি কাপুর। জড়ানো ছিল একটি মাত্র নীল রঙের কাপড়। তা নিয়ে হাসাহাসি কম হয়নি। আজও ওই ছবি ভেসে আসে সামাজিক মাধ্যমে।

এক ফটোশুটের জন্য সম্পূর্ণ উলঙ্গ হয়েছিলেন শক্তি কাপুর। জড়ানো ছিল একটি মাত্র নীল রঙের কাপড়। তা নিয়ে হাসাহাসি কম হয়নি। আজও ওই ছবি ভেসে আসে সামাজিক মাধ্যমে।

5 / 8
জ্যাকি শ্রফ সে সময়কার হট অভিনেতা। তিনিও সেমিন্যুড শুটের ভিড়ে নিজের নাম লিখিয়েছিলেন। সুইমিং পুলের পাশে এক টুকরো কাপড়ে নিজেকে মুড়ে দিয়েছিলেন পোজ।

জ্যাকি শ্রফ সে সময়কার হট অভিনেতা। তিনিও সেমিন্যুড শুটের ভিড়ে নিজের নাম লিখিয়েছিলেন। সুইমিং পুলের পাশে এক টুকরো কাপড়ে নিজেকে মুড়ে দিয়েছিলেন পোজ।

6 / 8
৮০-র দশকে তাঁর প্রতিপক্ষ কেউ ছিল না। তিনি মিঠুন চক্রবর্তী। মিশরীয় সাজে সঙ্গে কুকুর নিয়ে সেই মিঠুনের সেই ছবি মনে আছে তো?

৮০-র দশকে তাঁর প্রতিপক্ষ কেউ ছিল না। তিনি মিঠুন চক্রবর্তী। মিশরীয় সাজে সঙ্গে কুকুর নিয়ে সেই মিঠুনের সেই ছবি মনে আছে তো?

7 / 8
অনন্যা পান্ডের বাবা চাঙ্কি পান্ডেও কিন্তু আছেন এই তালিকায়। এক্কেবারে ন্যুড ফটোশুট করে চমকে দিয়েছিলেন সকলকে।

অনন্যা পান্ডের বাবা চাঙ্কি পান্ডেও কিন্তু আছেন এই তালিকায়। এক্কেবারে ন্যুড ফটোশুট করে চমকে দিয়েছিলেন সকলকে।

8 / 8