সিদ্ধার্থের প্রযোজনায় অভিনয় করছেন অজয়, ছবির নাম ‘গোবর’!

Apr 16, 2021 | 3:57 PM

পরিচালকের ভূমিকায় দেখা যাবে সবল শেখাওয়াতকে। যদিও ছবিটির প্রযোজনা সিদ্ধার্থ রায় কাপুর একাই করবেন নাকি অজয়ও সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সিদ্ধার্থের প্রযোজনায় অভিনয় করছেন অজয়, ছবির নাম গোবর!
অজয় দেবগণ।

Follow Us

এ বার সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ। ছবির নাম ‘গোবর’। শোনা যাচ্ছে, ছবিটি আদপে স্যাটায়ার। দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে এক পশুচিকিৎসকের গল্প বলবে ছবিটি। স্থানীয় হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্লটকে কেন্দ্র করে এগবে ছবি। এক আদ্যপান্ত ‘কমন ম্যান’ কী করে সমাজের কলুষিত দিকগুলোর মোকাবিলা করবে তা নিয়েই ‘গোবর’।

পরিচালকের ভূমিকায় দেখা যাবে সবল শেখাওয়াতকে। যদিও ছবিটির প্রযোজনা সিদ্ধার্থ রায় কাপুর একাই করবেন নাকি অজয়ও সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বছরের শেষের দিকেই শুট শুরু হবে বলে জানা যাচ্ছে। এক সাক্ষাৎকারে অজয় জানিয়েছেন, গোবরের গল্প একাধারে মজার আবার অন্যদিকে রয়েছে জ্বলন্ত কিছু সমস্যাও। তাঁর কথায়, “আমরা চাই ছবিটি দেখতে দেখতে দর্শক যেন হাসতে পারেন, রিল্যাক্স করতে পারেন এবং একইসঙ্গে ছবিটি যেন তাঁদের ভাবাতে পারে।” অন্যদিকে সিদ্ধার্থ বলছেন, এই ছবি দেখাবে ‘কমন ম্যান’-এর ‘পাওয়ার’ অর্থাৎ ক্ষমতা কী হতে পারে।


অজয় দেবগণের হাতে এখন একগুচ্ছ কাজ। অমিত শর্মার ‘ময়দান’ ছাড়াও রাজামৌকির ‘আরআরআর’…বিশ্রামের অবকাশ নেই। এখানেই শেষ নয়, “ভুজ, দ্য প্রাইড অব ইন্ডিয়া’ এবং সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তেও দেখা যাবে তাঁকে। পরিচালকের ভূমিকাতেও দেখা যাবে অজয়কে। ছবির নাম ‘মে’ডে’। ছবিতে অভিনয়ও করবেন তিনি। রয়েছেন বিগ-বিও।

Next Article