গোল্ডেন গ্লোব ২০২১-এ ‘ওম্যানিয়া’: এই প্রথম মনোনয়ন তালিকায় তিন মহিলা পরিচালক

Feb 28, 2021 | 3:28 PM

আশি বছরে এই প্রথমবার। আর মাত্র কিছু মুহূর্ত। ইতিহাস রচনা হতে চলেছে বিশ্বের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোবের মঞ্চে। এই প্রথমবার সেই মঞ্চে সেরা পরিচালকের মনোনয়নে জায়গা করে নিয়েছেন তিন মহিলা পরিচালক।

গোল্ডেন গ্লোব ২০২১-এ ‘ওম্যানিয়া’: এই প্রথম মনোনয়ন তালিকায় তিন মহিলা পরিচালক

Follow Us

বছর তিনেক আগে অভিনেত্রী নাতালি পোর্টম্যান গোল্ডেন গ্লোবের মঞ্চে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দিতে-দিতে বলেছিলেন, “হিয়ার আর অল দ্য মেল নমিনিজ়…”
বিশ্বজুড়ে আলোড়ন শুরু হয়েছিল। সত্যিই তো, এত বড় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিচালক ক্যাটিগরিতে বিজয়ী তো দূর, মনোনয়নেও জায়গা নেই কোনও মহিলা পরিচালকের! বিভাজন-তত্ত্বে সরব হয়েছিল গোটা বিশ্ব। অবশেষে আসছে পরিবর্তন।

আশি বছরে এই প্রথমবার। আর মাত্র কিছু মুহূর্ত। ইতিহাস রচনা হতে চলেছে বিশ্বের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোবের মঞ্চে। এই প্রথমবার সেই মঞ্চে সেরা পরিচালকের মনোনয়নে জায়গা করে নিয়েছেন তিন মহিলা পরিচালক। মোট পাঁচ পরিচালকের নমিনেশন-তালিকায় থাকা তিন মহিলা পরিচালক হলেন রেজিনা কিং, ক্লো জাও এবং এমেরাল্ড ফেনেল। দুই পুরুষ পরিচালক হলেন ডেভিড ফিঞ্চার এবং অ্যারন সরকিন।

চমক আছে আরও। ক্লো জাও-ই হলেন গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে এশিয়া মহাদেশ থেকে মনোনীত সর্বপ্রথম মহিলা পরিচালক। ২০১৪-র পর ২০২১—মাঝের এই সময়টায় গোল্ডেন গ্লোবের পরিচালকের মনোনয়নের তালিকায় দেখা যায়নি কোনও মহিলা পরিচালকের নাম। ২০১৪ সালে মনোনীত হয়েছিলেন আভা দু ভার্নে, ‘সেলমা’ ছবির জন্য। যদিও বিজয়ী তিনি হননি।


এখনও পর্যন্ত গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে শ্রেষ্ঠ পরিচালকের মুকুট ছিনিয়েছেন শুধুমাত্র একজন নারী ১৯৮৪ সালে। তিনি বারবারা স্ট্রেইস্যান্ড, ‘ইয়েনতিল’ ছবির জন্য।
১৯৮৪ থেকে ২০২১—হিসেব করুন। মহিলা পরিচালকেরা এত দিন যেন ব্রাত্য হয়েই ছিলেন। এমন নয় যে, মাঝখানের সময়ে কোনও মহিলা পরিচালক উঠে আসেননি বা ছবি বানাননি। তবে কেন এই বিভাজন? উত্তর জানেন না কেউই।

কিন্তু এই পরিবর্তনের বছরে ওই তিন নারীর মনোনয়নে খুশি সাধারণ থেকে সেলেব মহল। রেজিনার পরিচয় তিনি শুধু পরিচালকই নন, তিনি একাধারে অভিনেতাও। জিতেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, জিতেছেন গোল্ডেন গ্লোবও—তবে শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগোরিতে। এ বার তিনি ক্যামেরার পিছনে। তাঁর পরিচালিত ছবি ‘ওয়ান নাইট ইন মায়ামি’ সৃষ্টি করতে পারে ইতিহাস। অন্য দিকে, ক্লো মনোনয়ন পেয়েছেন তাঁর ছবি ‘নো ম্যাড ল্যান্ড’-এর জন্য। অপর মহিলা পরিচালক এমেরাল্ড ফেনেল মনোনয়ন পেয়েছেন তাঁর ছবি ‘প্রমিসিং ইয়ং ম্যান’-এর জন্য।

শুধু যে পরিচালকের ক্যাটিগরিতেই চমক এসেছে তা নয়, সঞ্চালকের ভূমিকাতেও দেখা যেতে চলেছে বেশ কয়েকজন জনপ্রিয় এবং বিশ্বমানের অভিনেত্রীকে। সেখানেও মহিলা আধিপত্য। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কৌতুক অভিনেত্রী অওকওয়াফিনাকে, যিনি গত বছর ‘দ্য ফেয়ারওয়াল’-এ অনবদ্য অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ কৌতুক অভিনেত্রীর মুকুট।

এ ছাড়াও ঘোষকের দায়িত্ব সামলাতে চলেছেন সিন্থিয়া এরিভো, যিনি গত বছর ‘হ্যারিয়েট’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। থাকছেন রেনে জ়েলওয়েগারও। যিনি গত বছর চলচ্চিত্র বিভাগে ‘জুডি’ ছবির জন্য হাসিল করেছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। থাকবেন ক্রিস্টান উইগ এবং অ্যানি মুমোলোও। সব মিলিয়ে গোটা বিশ্ব এখন তাকিয়ে ফেব্রুয়ারির শেষ দিনের দিকে। ৩৭ বছর পর গোল্ডেন গ্লোব কি উঠতে চলেছে কোনও মহিলা পরিচালকের হাতে?

 

গ্রাফিক্স এবং অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস। 

Next Article