Hardik Pandya: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বলিউড নায়িকার ঘনিষ্ঠ হার্দিক, ছবি সামনে আসতেই…

Jul 09, 2024 | 6:31 PM

Relationship Gossip: এরই মধ্যে এক একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও তাঁকে দেখা দেখা যাচ্ছে, কখনও আবার নাতাশাকে একা ফ্রেমবন্দি হতে হচ্ছে। জুটি একসঙ্গে প্রকাশ্যে কোথায়? প্রশ্ন তুলছে একশ্রেণি।

Hardik Pandya: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বলিউড নায়িকার ঘনিষ্ঠ হার্দিক, ছবি সামনে আসতেই...

Follow Us

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সর্বাধিক চর্চিত সেলিব্রিটি জুটি নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়া। তাঁদের বিয়ে ও বিয়েকে কেন্দ্র করে নানা আলোচনা নিত্য জায়গা করে নিচ্ছে কমেন্ট বক্সে। বিশ্বকাপ জিতে হার্দিক সদ্য ফিরেছেন দেশে। তখন থেকেই শোরগোল তুঙ্গে। নাতাশাকে পাশে দেখতে না পেয়ে রে-রে করে উঠেছিল হার্দিকের ভক্তরা। এরই মধ্যে এক একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও তাঁকে দেখা দেখা যাচ্ছে, কখনও আবার নাতাশাকে একা ফ্রেমবন্দি হতে হচ্ছে। জুটি একসঙ্গে প্রকাশ্যে কোথায়? প্রশ্ন তুলছে একশ্রেণি।

আর তারই মাঝে অম্বানিদের পার্টিতে একাই হাজির হতে দেখা যায় হার্দিককে। টানা কয়েকমাস ধরে জমজমাট অম্বানিদের বিবাহ আসর। অনন্ত অম্বানি, রাধিকা মার্চেন্ডের বিয়েকে কেন্দ্র করে রাজকীয় আয়োজনে সামিল হচ্ছেন বহু সেলিব্রিটি। সেনিপাড়া থেকে খেলার দুনিয়া, বাদ যাচ্ছেন না কেউই। সদ্য হার্দিককেও দেখা যায় সেই অনুষ্ঠানে হাজির হতে। তবে সেদিনও পাশে রইলেন না তাঁর স্ত্রী নাতাশা।

যদিও নীতা অম্বানি ভারতীয় জয়ী টিমের সদস্যদের কাছে পেয়ে তাঁদের বিশেষভাবে শুভেচ্ছা জানাতে পিছপা হলেন না। কিন্তু এ সবরে মাঝে এ কী কাণ্ড! কার সঙ্গে একান্তে ছবি তুলে নিলেন হার্দিক? তিনি স্টার। তাঁর ভক্তের অভাব নেই। সিনে তারকারাও তালিকা থেকে বাদ পড়েন না। তাই অনুষ্ঠানে আমন্ত্রিত আমিশা প্যাটেলও হার্দিককে কাছে পেয়ে একটি ছবি তুলে নিলেন। অভিনেত্রীকে কাছে টেনে নিয়ে হাসিমুখে পোজ়ও দিলেন খেলোয়াড়। আর সেই ছবি সামনে আসতেই নেটপাড়ায় আরও একবার শোরগোল তুঙ্গে। উষ্কে গেল নাতাশা-হার্দিকের বিচ্ছেদের জল্পনা।

Next Article