১২ বছর আগে, ২০১২ সালের জুন মাসে হেমা মালিনী বিয়ে দিয়েছিলেন তাঁর জ্যেষ্ঠকন্যা এষা দেওলের। এষা বিয়ে করেছিলেন হীরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে। নতুন জীবন শুরু করে সুখে সংসার করছিলেন এষা। ২০১৭ সালে জন্ম হয় এষার কন্যা রাধ্যার। ২০১৯ সালে জন্ম হয় দ্বিতীয় কন্যা মীরার। কিন্তু সেই সংসার নাকি ভাঙতে বসেছে এষার। হঠাৎ কী হল হেমার পরিবারে?
বিগত কয়েক মাস থেকেই নাকি স্বামী ভরতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এষা দেওলের। তাঁরা নাকি একসঙ্গে থাকেনও না এখন। বেশ কিছু নিমন্ত্রণে একাই আসতে দেখা যায় এষাকে। স্বামী ভরতের অনুপস্থিতি বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোড়ালো করে তুলেছে। সম্প্রতি আমির খানের মেয়ে ইরা খানের বিয়েতেও একাই এসেছিলেন এষা। তবে সেই বিয়ে ভাঙনের গুঞ্জন সম্পর্কে কোথাও কোনও মন্তব্যই করেননি এষা কিংবা ভরত।
একদিকে যেমন এষার দুই সৎ ভাই সানি এবং ববিকে নিয়ে আলোচনার রোল বলিউডে। ধর্মেন্দ্রর ছেলেদের প্রশংসা সর্বত্র। তেমনই তাঁর কন্যা এষাকে নিয়ে এমন গুজবে চিন্তার ভাঁজ ফেলেছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর কপালে। মেয়ের কঠিন সময়ে ধর্মেন্দ্র তাঁর পাশেই আছেন। অনেকটা সময়ও কাটাচ্ছেন একসঙ্গে। কিছুদিন আগেই তাঁর জন্মদিনে হেমা এবং দুই মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। সেই ছবি হেমা নিজেই শেয়ার করেছেন নেটদুনিয়ায়।