জনি লিভারকে দেখলেই হাসি পায়, তাই না! কত ব্যাঙ্ক ব্যালেন্স জানেন?
অভাবের তাড়নায় নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন জনি লিভার। তবে পুরনো জীবনকে এখন দুঃস্বপ্নের মতো ভুলে গিয়েছেন।

তিনি শুধু পর্দায় এসে দাঁড়াবেন। হয়তো কোনও সংলাপই বলবেন না। চোখের মুখের কারসাজিতেই এমন কাণ্ড ঘটাবেন যে হেসে আপনি কুপোকাত। হ্য়াঁ, জনি লিভার এমনই এক কৌতুক অভিনেতা, যাঁকে দেখলেই হাসি পেয়ে যেতে বাধ্য। কিন্তু এই জানেন কি, এই হাসির পিছনের মানুষটার জীবনটা খুব একটা সহজ ছিল না। এমনকী, অভাবের তাড়নায় নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন জনি লিভার। তবে পুরনো জীবনকে এখন দুঃস্বপ্নের মতো ভুলে গিয়েছেন। বলিউডে একের পর এক হিট দিয়ে বলিউডের কমেডি কিং জনি লিভার। অভাব, অনটন তাঁর জীবন থেকে দূরে সরেছে। জানেন কত টাকার মালিক জনি লিভার?
বলিউডের কিংবদন্তি অভিনেতা সুনীল দত্তর হাত ধরে বলিউডে পা দিয়েছেন জনি। প্রথম ছবি দর্দ কা রিস্তা। প্রথম ছবি থেকেই জনি বুঝিয়ে দিয়েছিলেন তাঁর অভিনয়ের দাপট। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে জনি সুপারহিট। মোট ৩৫০ ছবি করেছেন জনি। বাজিগর, খিলাড়ির মতো ছবিতে তাঁর চরিত্র মনে রাখার মতো।
তথ্য বলছে, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে জনি লিভার প্রায় ২৫০ কোটি টাকার মালিক। যার মধ্যে রয়েছে তিনটে বিলাসবহুল বাড়ি এবং ৫ টা দামী গাড়িও।
