AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাগ হল ঋষি কাপুরের কোটি কোটি টাকার সম্পত্তি, কী কী পেলেন রণবীর?

তারপর থেকেই বলিপাড়ায় নানা গুঞ্জন। ঋষি কাপুরের মোটা টাকার সম্পত্তি থেকে কতটা পাবেন ঋষিপুত্র রণবীর? কতটাই বা পাবেন স্ত্রী নিতু কাপুর এবং কন্যা রিধিমা?

ভাগ হল ঋষি কাপুরের কোটি কোটি টাকার সম্পত্তি, কী কী পেলেন রণবীর?
| Updated on: Jul 04, 2025 | 4:10 PM
Share

২০২০ সালে মৃত্যু হয় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের। ক্য়ানসারে ভুগছিলেন তিনি। তারপর থেকেই বলিপাড়ায় নানা গুঞ্জন। ঋষি কাপুরের মোটা টাকার সম্পত্তি থেকে কতটা পাবেন ঋষিপুত্র রণবীর? কতটাই বা পাবেন স্ত্রী নিতু কাপুর এবং কন্যা রিধিমা?

তথ্য বলছে, মোট ৩০০ কোটির সম্পত্তি ছিল ঋষি কাপুরের। যার মধ্যে অন্যতম ঋষির বাড়ি কৃষ্ণারাজ। যার মূল্য আনুমানিক ২৫০ কোটি টাকা। জানা গিয়েছে, এই বাড়িটিই পেয়েছেন রণবীর কাপুর। চলতি বছরের দিওয়ালিতেই আলিয়া ও সন্তান রাহাকে নিয়ে এই বাড়িতে গৃহপ্রবেশ করবেন রণবীর। এই বাড়িটিতে একেবারে নতুন ভাবে নির্মাণও করেছেন রণবীর ও আলিয়া দুজনে মিলে। এছাড়াও, নানা গাড়ির খুব শখ ছিল ঋষির। সব গাড়ি মিলিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি। শোনা যাচ্ছে, এই গাড়ির সম্ভারও পাবেন রণবীর। তবে ঋষিকন্যা রিধিমা কী কী পাবেন, তা এখনও স্পষ্ট নয়।

নানা সাক্ষাৎকারেই রণবীর বলেছেন, তাঁর কাছে বাবার তুলনায়, মা নিতু কাপুরই বেশি প্রিয়। এমনকী, ঋষি কাপুর ও নিতুর দাম্পত্য কলহের সাক্ষীও ছিলেন তিনি। রণবীর জানিয়ে ছিলেন, ছোটবেলাটা তাঁর ট্রমাতেই কেটেছে। বাবার থেকে দূরত্ব বজায় রাখতেন। তবে বড় হওয়ার পর পালটে যায় সমীকরণ। বন্ধুত্ব গড়ে ওঠে ঋষি ও রণবীরের মধ্যে। ঋষির প্রয়াণে স্বাভাবিকভাবেই বড় আঘাত পান রণবীর।