কলকাতার মেয়েকে বিয়ে করতে চান হিরো আলম!
বুধবারই খবরে আসে,হিরো আলমের হিরো আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মণি তাঁর বিরুদ্ধে– খুনের চেষ্টা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। সেই মর্মেই এবার হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আর এবার সংবাদমাধ্য়মের কাছে নিজেই মুখ খুললেন আলম। স্পষ্ট জানালেন তিনি নির্দোষ।

বিতর্কে থাকাটা একেবারে জলভাত বানিয়ে ফেলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিবার হিরো আলম। কখনও রাজনীতিতে পা দিয়ে বিতর্ক, কখনও আবার প্রেম, বিয়ে এবং প্রাক্তনের সঙ্গে সম্পর্ক। বুধবারই খবরে আসে,হিরো আলমের হিরো আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মণি তাঁর বিরুদ্ধে– খুনের চেষ্টা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। সেই মর্মেই এবার হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আর এবার সংবাদমাধ্য়মের কাছে নিজেই মুখ খুললেন আলম। স্পষ্ট জানালেন তিনি নির্দোষ।
ঠিক কী ঘটেছে হিরো আলমের সঙ্গে?
হিরো আলমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে। সেই নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে স্ত্রী রিয়ামণিকে বাড়ি থেকে বের করে দেন আলম। পরে সমস্যার সমাধানের কথা বলে এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। রিয়া দাবি করেছেন, আলম তাঁকে লাঠি দিয়ে মারধর করেন এবং তাঁর গলার সোনার হার চুরি করে নেন। এই ঘটনার পর গত ২৩ জুন রিয়া হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
হিরো আলমের ঘনিষ্ঠ মহলের দাবি, আলমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতিপূর্বেও বিতর্কে জড়িয়ে একাধিকবার আলোচনা কেন্দ্রে এসেছেন এই ইউটিউবার, এবার আইনি ঝামেলায় পড়ে আরও একবার শিরোনামে উঠে এলেন তিনি।
অভিযোগ নিয়ে কী বললেন হিরো আলম?
এক সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ”আমি একেবারেই নির্দোষ। রিয়ামণি আমার সঙ্গে প্রতারণা করেছে। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে রিয়ামণির। ওর প্রেমিককে পাড়ার লোক গণধোলাইও দিয়েছে। ও ভেবেছে আমি লোক পাঠিয়ে মার খাইয়েছি। তাই মামলা করেছে আমার বিরুদ্ধে। ”
হিরো আরও বলেন, ”অন্য সম্পর্কের কথা জানতে পেরে আমি ওকে ডিভোর্স দিই। এবার আর বাংলাদেশের নয়, কলকাতার মেয়েকে বিয়ে করব।”
