হিনা খান। বি-টাউনে অন্যতম পরিচিত মুখ। সূত্রের খবর, মেগাস্টার হিনা নাকি ধারাবাহিকে একটি এপিসোড শুট করতে পারিশ্রমিক নেন প্রায় ১ লক্ষ টাকা। কিন্তু জানেন কি, হিনার জীবনেও এমন এক সময় গিয়েছে যখন অভিনয় জগতে আসার কারণে আত্মীয়রা সম্পর্ক রাখতে অস্বীকার করেন হিনার সঙ্গে। তাঁর বাবাও প্রচণ্ড রেগে যান মেয়ের উপর। জীবনের সেই সব দিনের নানা অজানা কথা নিয়ে স্মৃতির ঝুলি উপুড় করলেন হিনা।
কাশ্মীরী মুসলিম পরিবারের মেয়ে হিনা। রক্ষণশীল পরিবার। মেয়ে অভিনয় করবে, তাতে সায় ছিল না পরিবারে। হিনা দিল্লি এসেছিলেন পড়াশোনার জন্য। তাতেও প্রথমটায় রাজি ছিল না পরিবার। কোনওরকমে রাজি করিয়ে দিল্লি আসেন হিনা। কলেজে ভর্তি হন। তখন তাঁর বয়স মাত্র ২০। সেখানেই এক ধারাবাহিকের অডিশনের জন্য ডাক পান তিনি। প্রথমটায় না-ই বলে দিয়েছিলেন। পরে যদিও বন্ধুদের জোরাজুরিতে রাজি হন। অডিশন দিয়ে এক চান্সেই সিলেক্ট হয়ে যান হিনা। হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তাঁর কাছে। বাড়িতে না জানিয়েই মুম্বই চলে যান তিনি। প্রোডাকশনের লোকেরাই সেখানে তাঁর থাকবার ব্যবস্থা করে দেন। প্রায় এক সপ্তাহ পর বাড়িতে সবটা জানাতেই রাগে ফেটে প্রেন বাবা। অতিকষ্টে পরিবারকে অভিনয়ের ব্যাপারে রাজি করালেও একটি শর্তে রাজি হন হিনার পরিবার।
তাঁকে শর্ত দেওয়া হয় অভিনয়ের পাশপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে তাঁকে। হিনা মেনে নেন। ততদিনে ক্যামেরাকে ভালবেসে ফেলেছেন তিনি। হিনার কথায়, “সারা রাত জেগে শুট করতাম। ব্রেক পড়াশোনা করতাম। দিল্লিতে আমার কলেজে গিয়ে পরীক্ষা দিতাম। বাবা-মা জানিয়ে দিয়েছিল ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় চলবে না। ছোট জামাকাপড় পরা যাবে না।” সব শর্ত মেনে নিয়েই অভিনয় চালিয়ে যেতে থাকেন হিনা। ক্রমশ পরিচিতি পেতে থাকেন আরবসাগরের তীরের মায়ানগরীতে।
বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন হিনা। বাড়ির অমতে প্রেম, তাও আবার আলাদা ধর্মের তাঁর পরিবারের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। অভিনয়ের জন্য বাবা-মা’কে রাজি করালেও রকিকে বাড়িতে পরিচয় করানোর সময়ে আবারও ঝামেলা পোহাতে হয়েছিল তাঁকে। হিনা বলেন, “বাড়িতে রকির কথা জানালাম। বাবা-মা শকড হয়ে গিয়েছিল। এর আগে আমাদের পরিবারে সবার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছে। আমি ওদের সময় দিয়েছি। আমাকে বোঝার। রকিকে বোঝার। এখন ওরা আমার থেকেও রকিকে বেশি ভালবাসে।”
১১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে হিনা। জায়গা করে নিয়েছেন বহু মানুষের মনে। ‘কান’-এর মতো উৎসবেও আমন্ত্রিত ছিলেন তিনি। হিনার কথায়, “শ্রীনগর থেকে বম্বে…পরিবারের প্রথম অভিনেতা…কমিউনিটির বাইরে সম্পর্কে জড়ানো…সহজ ছিল না। আমি নিজেই নিজের পথ খোদাই করেছি।”