AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুপম ও তাঁর হবু স্ত্রী প্রশ্মিতার বিয়ের ‘ঘটকালি’ কি করলেন পরমব্রত?

Anupam-Parambrata-Prashmita: একই ছবিতে কাজ করেছেন পরমব্রত-অনুপম এবং অনুপমের হবু স্ত্রী গায়িকা প্রশ্মিতা পাল। ঘটনাচক্রে পরমব্রত অনুপমের একদা স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন। এদিকে অনুপম-প্রশ্মিতার বিয়ের খবর পেয়ে তিনি দারুণ খুশি হয়েছেন। বলেছেন, "সংসাদ মারফতই জানতে পেরেছি সুখবর। দু'জন মানুষ ভালবেসে একসঙ্গে থাকতে চাইছেন। এটা সবসময়ই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশ্মিতাকে।"

অনুপম ও তাঁর হবু স্ত্রী প্রশ্মিতার বিয়ের 'ঘটকালি' কি করলেন পরমব্রত?
প্রশ্মিতা-অনুপম-পরমব্রত
| Updated on: Mar 01, 2024 | 2:13 PM
Share

অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের কেরিয়ারে তাঁর জন্য সবচেয়ে বেশি গান গেয়েছেন অনুপম রায়। সেই ‘বাইশে শ্রাবণ’-এর ‘একবার বল নেই তোর কেউ নেই…’ থেকে শুরু করে ‘দ্বিতীয় পুরুষ’-এর ‘আবার ফিরে এলে’ পর্যন্ত… লাগাতারভাবে পরমব্রতর জন্য গান গেয়েছেন অনুপম। সেই পরমব্রতই পরবর্তীকালে দেউচা পচামীতে গিয়ে সরকারী কাজ করলেন অনুপমের দ্বিতীয়, তথা একদা স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে (তখন পিয়া সংসার করছেন অনুপমের সঙ্গেই) এবং সেই সরকারী কাজ করতে গিয়েই দুটি মন এক হল। অনুপমের ঘর ছাড়লেন পিয়া এবং গত বছর নভেম্বরের ২৭ তারিখ ঘরোয়া পরিবেশে সইসাবুদ করে বিয়ে করলেন প্রেমিক পরমব্রতকে। বর্তমানে খুবই সুখে সংসার করছেন পিয়া-পরমব্রত।

এদিকে এই বিয়ের খবর আসতেই করুণার পাত্র হয়েছিলেন অনুপম রায়। স্ত্রী বন্ধুর সঙ্গে প্রেম করলেন, তাঁকে ছাড়লেন ইত্যাদি নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। গত ২৬ ফেব্রুয়ারির খবর, জানা গেল বিয়ে করছেন অনুপমও। ২ মার্চ একটি ক্লাবে বিয়ে করবেন তিনি তৃতীয়বারে জন্য। পাত্রী বাংলা গানের জগতেরই। নাম: প্রশ্মিতা পাল। এই প্রশ্মিতাকে বাংলা ছবিতে প্লেব্যাক করার প্রথম সুযোগ করে দিয়েছিলেন রাজ চক্রবর্তী। তাঁর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে প্রথম ‘সাজনা’ গানটি গেয়েছিলেন প্রশ্মিতা। সেই থেকে রাজের অনেকগুলি ছবিতেই গান গেয়েছেন তিনি। অনুপমের সঙ্গেও কাজ করেছেন প্রশ্মিতা। এবং যে ছবিতে তাঁরা কাজ করেছিলেন, সেই ছবিতে নায়ক ছিলেন পরমব্রত। কোথাও গিয়ে পরমব্রত রয়েছেন চেরিফলের মতো। তিনিই কি অনুপম-প্রশ্মিতার সম্পর্কের ‘ঘটক’?

সম্পর্কে ঋত্বিক ঘটকের আত্মীয় হলেও, অনুপম-প্রশ্চিতার সম্পর্কের ঘটক পরমব্রত কি না বলা কঠিন। ‘হাইওয়ে’ ছবি পরমব্রত নায়ক ছিলেন। নায়িকা কোয়েল মল্লিক। সেই ছবিতেও পরমব্রতর জন্য গান গেয়েছেন অনুপম। এবং সেই ছবিতে অনুপমের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন প্রশ্মিতা। ফলে এমন প্রশ্ন আসছে অনেকের মনে যে, হয়তো পরমব্রতই ঘটকালি করেছিলেন অনুপম-প্রশ্মিতার সম্পর্কের।

অনুপম-প্রশ্মিতার বিয়ের খবর পেয়ে তিনি দারুণ খুশি হয়েছেন। বলেছেন, “সংসাদ মারফতই জানতে পেরেছি সুখবর। দু’জন মানুষ ভালবেসে একসঙ্গে থাকতে চাইছেন। এটা সবসময়ই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশ্মিতাকে।”