ভালো অভিনয় নজর কাড়ে, চিত্রনাট্যের বুনোট আরও ভালো হতে পারত
'ছোটলোক' বা 'আবার প্রলয়'-এর মতো ওয়েব সিরিজ তৈরি করেছে যে প্ল্যাটফর্ম, একটা বিরতির পর তাঁরা নিয়ে এলো 'বিভীষণ'। দক্ষিণী ছবির রিমেক এটা। তাই গল্প গড়ার পিছনে কোনও পরিশ্রম করতে হয়নি। সেই গল্পকে বাংলার প্রেক্ষাপটে ফুটিয়ে তোলাই ছিল কাজ।

‘ছোটলোক’ বা ‘আবার প্রলয়’-এর মতো ওয়েব সিরিজ তৈরি করেছে যে প্ল্যাটফর্ম, একটা বিরতির পর তাঁরা নিয়ে এলো ‘বিভীষণ’। দক্ষিণী ছবির রিমেক এটা। তাই গল্প গড়ার পিছনে কোনও পরিশ্রম করতে হয়নি। সেই গল্পকে বাংলার প্রেক্ষাপটে ফুটিয়ে তোলাই ছিল কাজ। এই ওয়েব সিরিজের গল্প বেশ টানটান। একটা গ্রামে একের পর এক লাশ পড়ছে। একটা লাশ পড়ার পর পুলিশের চোখের সামনেই উধাও হয়ে যায় লাশের মুণ্ডু।
একজন পুলিশ কর্তার উপর দায়িত্ব পড়ে খুনি খোঁজার। বিধান চরিত্রে অভিনয় করেছেন সোহম মজুমদার। ওয়েব সিরিজে প্রথম অংশে বোঝা যায় না খুনি কে। কিন্তু মাঝামাঝি গিয়ে তা স্পষ্ট হয়ে যায়। বাকিটা কীভাবে এসব ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, তাই দেখার পালা। ওয়েব সিরিজের খলনায়ক অমিত সাহা। ওয়েব সিরিজে কাটা মুণ্ডু ঘিরে যে রহস্য ঘনীভূত হয়েছে, আর যেভাবে তার সমাধান সূত্র বেরিয়েছে, তা শিরদাঁড়া টানটান করেই দেখতে হয়। তবে চিত্রনাট্যের টানটানভাব কিছু জায়গায় ফিকে হয়েছে। প্রটাগনিস্টদের নিয়ে শুটিংয়ে যে যত্ন চোখে পড়ল, অন্য চরিত্রগুলোর পদক্ষেপগুলো বিশ্বাসযোগ্য করে তোলার সেই প্রয়াস চোখে পড়ল না।
পুলিশ আর খুনি দু’ জনে মুখোমুখি। পেশাগত বা বেঁচে থাকার কারণে তারা লক্ষ্যে স্থির। আবার মানুষ হিসাবে মন ভাগাভাগি করে নেওয়ার পর একজন-অন্যজনের সঙ্গে জড়িয়ে যায়। এই যে দ্বন্দ্ব, টানাপোড়েন, দেওয়া-নেওয়া বা প্রকৃতির খেলা, সেটা দারুণভাবে ফুটে উঠেছে গল্পে। থ্রিলারে রক্তপাত আর খুনি খোঁজা নতুন কিছু নয়। তাই এই দুই চরিত্রের সমীকরণের জন্যই ওয়েব সিরিজটি মনে থাকে।
সোহম মজুমদার বিধান চরিত্রটিতে বিশ্বাসযোগ্য। তাঁর চোখ কথা বলে। সেই কারণে এই চরিত্র প্রভাব বিস্তার করতে সক্ষম। দেবচন্দ্রিমা সিংহ রায় জুটি বেঁধেছেন সোহমের সঙ্গে। তাঁর খুব কিছু করার নেই এই গল্পে। যতটুকু আছেন, নজর কেড়েছেন। এই ওয়েব সিরিজের ঝাঁঝ অমিত সাহা। তাঁর অভিনয় বেশিরভাগ দর্শকের মনে গেঁথে যাবে। মোটের উপর একবার দেখা যায় ‘বিভীষণ’। একটা-দু’টো এপিসোড দেখে থামিয়ে দেওয়ার মতো নয় ওয়েব সিরিজটা। তবে এই ওয়েব সিরিজের কাছে ফিরে আসা যায়, এমন নয়।
