বয়স ৫০, এখন কেমন দেখতে হয়েছে শাহরুখের ‘মেহবুবা’ মহিমাকে

Mahima Choudhury: হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, বহু ভক্তই খোঁজ করতেন তাঁর। মাঝে খবর মেলে স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। সেই ছবিও এসেছিল সামনে। এখন তিনি সুস্থ রয়েছেন। একাধিক সাক্ষাৎকারে মহিমা জাড়িয়েছিলেন ক্যানসারের সঙ্গে তাঁর কঠিন লড়াইয়ের কথা।

| Updated on: Jan 18, 2024 | 3:36 PM
মহিমা চৌধুরী, পরদেশ হোক কিংবা দিল হ্যায় তুমহারা হোক, তাঁর রূপেই মুগ্ধ হয়ে থাকতেন সকলে। পর্দায় মহিমার উপস্থিতি মানেই এক স্নিগ্ধ উপস্থাপনা।

মহিমা চৌধুরী, পরদেশ হোক কিংবা দিল হ্যায় তুমহারা হোক, তাঁর রূপেই মুগ্ধ হয়ে থাকতেন সকলে। পর্দায় মহিমার উপস্থিতি মানেই এক স্নিগ্ধ উপস্থাপনা।

1 / 8
তাঁর চোখ থেকে শুরু করে বাচনভঙ্গী, সবটাই দর্শকদের মন জয় করেছিল রাতারাতি। এক সময় শাহরুখ খানের ছবির পারদেশে যিনি ছিলেন মুখ্য আরক্শন এখন তিনি কোথায়?

তাঁর চোখ থেকে শুরু করে বাচনভঙ্গী, সবটাই দর্শকদের মন জয় করেছিল রাতারাতি। এক সময় শাহরুখ খানের ছবির পারদেশে যিনি ছিলেন মুখ্য আরক্শন এখন তিনি কোথায়?

2 / 8
আজ বলে নয়, গত বেশ কিছুবছর ধরেই মহিমা চৌধুরীকে পর্দায় দেখা যায়নি। একটা সময়ের পর পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মহিমা চৌধুরী।

আজ বলে নয়, গত বেশ কিছুবছর ধরেই মহিমা চৌধুরীকে পর্দায় দেখা যায়নি। একটা সময়ের পর পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মহিমা চৌধুরী।

3 / 8
হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, বহু ভক্তই খোঁজ করতেন তাঁর। হঠাৎই মাঝে খবর মেলে স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। সেই ছবিও এসেছিল সামনে।

হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, বহু ভক্তই খোঁজ করতেন তাঁর। হঠাৎই মাঝে খবর মেলে স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। সেই ছবিও এসেছিল সামনে।

4 / 8
এখন তিনি সুস্থ রয়েছেন। একাধিক সাক্ষাৎকারে মহিমা জাড়িয়েছিলেন ক্যানসারের সঙ্গে তাঁর কঠিন লড়াইয়ের কথা। তিনি একটা সময় মনবল হারিয়েছিলেন ঠিকই, তবে ধৈর্য্য রাখা জরুরী বলে দিয়েছিলেন উপদেশ।

এখন তিনি সুস্থ রয়েছেন। একাধিক সাক্ষাৎকারে মহিমা জাড়িয়েছিলেন ক্যানসারের সঙ্গে তাঁর কঠিন লড়াইয়ের কথা। তিনি একটা সময় মনবল হারিয়েছিলেন ঠিকই, তবে ধৈর্য্য রাখা জরুরী বলে দিয়েছিলেন উপদেশ।

5 / 8
সেই সময় অনেকটাই পাল্টে গিয়েছিলেন মহিমা। বয়সের সঙ্গে সঙ্গে সকলেরই লুক বদল ঘটে। তিনিও ব্যতিক্রম নন।

সেই সময় অনেকটাই পাল্টে গিয়েছিলেন মহিমা। বয়সের সঙ্গে সঙ্গে সকলেরই লুক বদল ঘটে। তিনিও ব্যতিক্রম নন।

6 / 8
তবে মাঝে তাঁর মুখের আদল পাল্টে যেতে অনেকেই প্রশ্ন করে থাকেন, তিনি কি বোটক্স করিয়েছেন? মহিমা যদিও এই প্রশ্নের উত্তর দেননি।

তবে মাঝে তাঁর মুখের আদল পাল্টে যেতে অনেকেই প্রশ্ন করে থাকেন, তিনি কি বোটক্স করিয়েছেন? মহিমা যদিও এই প্রশ্নের উত্তর দেননি।

7 / 8
এখন তিনি সুস্থ। চাইছেন ভাল কাজ করতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউডের রামায়ণ ছবিতে কৈকেয়ী-র চরিত্রের অভিনয় করতে চলেছেন তিনি।

এখন তিনি সুস্থ। চাইছেন ভাল কাজ করতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউডের রামায়ণ ছবিতে কৈকেয়ী-র চরিত্রের অভিনয় করতে চলেছেন তিনি।

8 / 8
Follow Us: