৪-৫ দশক আগে কেমন ছিল বিষয়টা। কত টাকা পারিশ্রমিক পেতেন অভিনেতারা। প্রথম অভিনয় করে সাড়ে ১৩ টাকা রোজগার করেছিলেন মহানায়ক উত্তমকুমার। ওই সময় দাঁড়িয়ে ছবি পিছু ২-৩ লাখ টাকা পারিশ্রমিক পেতেন উত্তম। তাঁকে সিনেমায় নেওয়ার জন্য মুখিয়ে থাকতেন ছবি নির্মাতারা। উত্তম তখন মধ্যগগনে বিরাজমান। হাতে কাজ প্রচুর। গোটা বাঙালি সমাজ তারকার ঝলঝলে আলোয় গা ভাসিয়েছে। তিনি ছবিতে থাকা মানেই তা হিট। কোনওভাবে তাঁকে ছবির জন্য রাজি করানো মানে সেই ছবি দেখতে হলে দর্শক ভিড় করবেনই। উত্তমকুমারকে নিয়ে উন্মাদনা এ যুগেও কিছু কম না। তবে তাঁর যুগে নায়িকাদের পারিশ্রমিক কেমন হত? সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো নায়িকারা কতটাকা রোজগার করেছিলেন প্রথম ছবি থেকে। কিংবদন্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে TV9 বাংলা।
সাবিত্রী চট্টোপাধ্যায়:
এক ডজনেরও বেশি সদস্য পরিবারে। বাবা-মা, ঠাকুমা, তো বটেই, ৯ জন বোনের পেট চালিয়েছিলেন একা সাবিত্রী চট্টোপাধ্যায়। সেই ফ্রক পরা বয়স থেকে। ওপার বাংলা (বর্তমান বাংলাদেশ) থেকে এপারে চলে আসার পর আর্থিক অনটন শুরু হয় সাবিত্রীর পরিবারে। সংসার চালানোর জন্য সেই কচি বয়সেই অভিনয় করতে শুরু করেন এই প্রতিভাময়ী তারকা। প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জানেন সাবিত্রী। সম্প্রতি TV9 বাংলাকে সাবিত্রী জানিয়েছেন, “পরিবারের জন্য যতটুকু ক্ষমতা সারাজীবনে সবটাই করে গিয়েছি আমি। পরিবারের অতগুলো পেট চালাতে হত। ফ্রক পরার বয়সে অভিনয় জগতে হাতেখড়ি। সেটা ১৯৫২ সালের কথা। এসেবারেই ম্যাচিওর হইনি। ‘পাশের বাড়ি’ নামের একটি ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ আসে আমার। পারিশ্রমিক ছিল ২০০ টাকা।”
লিলি চক্রবর্তী:
১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভানু পেল লটারি’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ অভিনেত্রী লিলি চক্রবর্তীর। একটি নাটকে অভিনয় করছিলেন লিলি চক্রবর্তী। সেই নাটক দেখতে আসেন ছবির পরিচালকের (এমজিএস) ভাই। তিনিই লিলিকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন সেই সময়। মধ্যপ্রদেশে বড় হওয়া বাচ্চা মেয়ে লিলি তখন তাঁর বাবার কাছে নিয়ে যান তাঁকে। পরিবর্তে সেই পরিচালক লিলির অভিনয় দেখে তাঁর ভাইকে বলেছিলেন, “মেয়েটা এত সাবলীল, ওকে আমার কাছে আগে পাঠালি না কেন, আমি নায়িকা করতাম।” কেরিয়ারের প্রথম ছবি ‘ভানু পেল লটারি’ ছবিতে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন লিলি? অভিনেত্রী TV9 বাংলাকে বলেছেন, “জানেন ওই ছবিতে অভিনয় করে আমি মোটে ৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম ওই সময়ে দাঁড়িয়ে। ১৯৫৮ সালে ৫০ টাকা কি কম টাকা ছিল?”