‘কখনও কখনও মনে হয়, আমি ছেলে’, সুজানের এ হেন মন্তব্যে কী বললেন হৃতিক?
সুজানের নতুন সম্পর্কের কতটা সত্যতা, আর কতটা গসিপ, তা স্পষ্ট নয়। কিন্তু তাঁর এবং হৃতিকের বন্ধুত্ব যে এখনও আগের মতোই, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
তাঁদের দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু এখনও তাঁরা বন্ধু। দুই ছেলের দায়িত্বও পালন করেন সমান ভাবে। তাঁরা অর্থাৎ হৃতিক রোশন (Hrithik Roshan )এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan)। সেই বন্ধুদের খুনসুটি ফের ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়।
নিজের দু’টি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুজান। তার ক্যাপশনে লিখেছেন, ‘কখনও কখনও আমার মনে হয়, আমি একটি ছেলে।’ এই ছবির কমেন্টে হৃতিক লেখেন, ‘হা হা হা… সুন্দর ছবি।’
View this post on Instagram
শোনা গিয়েছিল, অর্জুন রামপালের সঙ্গে সুজানের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই নাকি হৃতিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। যদিও এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। অর্জুনও পেশায় মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে ডেট করেছেন। তাঁর সন্তানের বাবা হয়েছেন। এতদিন পরে ফের সুজানের নতুন প্রেম নিয়ে সরগরম বলিউড। শোনা যাচ্ছে, সুজান এখন নাকি ক্লাউড নাইনে রয়েছেন। নতুন করে নাকি প্রেমে পড়েছেন দুই সন্তানের মা। তাঁর নতুন বিশেষ বন্ধুর নাম আরসলান গোনি। তিনি পেশায় অভিনেতা। আরসলানের ভাই অ্যালি হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ।
বলি ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, এক বন্ধুর মাধ্যমে মাস ছয়েক আগে নাকি আরসলানের সঙ্গে সুজানের পরিচয় হয়। সেই থেকে বন্ধুত্বের শুরু। তবে এখন সেই বন্ধুত্ব নাকি আরও কিছুটা বেশি। অন্তত তাঁদের একে অপরের প্রতি শরীরী ভাষা বন্ধুত্বের থেকে আলাদা বলেই মনে করছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির কিছু চেনা মুখ। যদিও আদৌ তাঁদের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সুজান এবং আরসলানও।
সুজানের নতুন সম্পর্কের কতটা সত্যতা, আর কতটা গসিপ, তা স্পষ্ট নয়। কিন্তু তাঁর এবং হৃতিকের বন্ধুত্ব যে এখনও আগের মতোই, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুন, মায়ের জন্মদিনে দূরে তিনি, মন খারাপ করে কী লিখলেন সোনম?