AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডায়েরিতে লেখা পাতার পর পাতা, ২৭ বছর আগের স্মৃতিতে ডুব হৃতিকের

Hrithik Roshan: ২৫ বছর আগের কথা। সেই একটা রাত বদলে দিয়েছিল নায়কের জীবন। রাতারাতি সেনশেসন হয়ে ওঠেন সকলের প্রিয় ডুগ্গু। মাত্র ২৪ ঘণ্টায় বাড়ির আদরের ডুগ্গু সকলের কাছে হয়ে ওঠেন হৃতিক রোশন। ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল নায়কের প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়'।

ডায়েরিতে লেখা পাতার পর পাতা, ২৭ বছর আগের স্মৃতিতে ডুব হৃতিকের
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 7:45 PM
Share

২৫ বছর আগের কথা। সেই একটা রাত বদলে দিয়েছিল নায়কের জীবন। রাতারাতি সেনশেসন হয়ে ওঠেন সকলের প্রিয় ডুগ্গু। মাত্র ২৪ ঘণ্টায় বাড়ির আদরের ডুগ্গু সকলের কাছে হয়ে ওঠেন হৃতিক রোশন। ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল নায়কের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছবি সুপার হিট। এই একটা ছবিই বলিপাড়ায় হৃতিককে অনেকটা এগিয়ে দিয়েছিল। জীবনের প্রথম ছবির শুটিংয়ের আগে ঠিক কী ভাবে প্রস্তুতি নিয়েছিলেন নায়ক? এত বছর সেই স্মৃতির পাতা উল্টেই দেখলেন হৃতিক। ভাগ করে নিলেন সকলের সঙ্গে। ডায়েরির পাতা ভাগ করে নিয়ে হৃতিক লেখেন, “২৭ বছর আগে আমার হাতে লেখা নোট। আমার প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়-এর জন্য অভিনেতা হিসেবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মনে আছে আমি কতটা নার্ভাস ছিলাম। এখনও সিনেমা শুরু করার সময় আমি এভাবেই নার্ভাস হয়ে পড়ি। আর সেটা প্রকাশ করতে আমি বিব্রতও হয়ে পড়তাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে ২৫ বছর থাকার পরে আমি মনে করি এবার এই নিয়ে কথা বলা যেতেই পারে।”

নায়ক আরও লেখেন। তিনি লেখেন, “তাহলে এখন পর্যন্ত, কী পরিবর্তন হয়েছে? আমি এই পৃষ্ঠাগুলি দেখি এবং বুঝতে পারি-একেবারে কিছুই না। ভালো জিনিস? খারাপ জিনিস? ঠিক এই রকমই হয়। শুধু প্রক্রিয়া বদলায়।” সেই সঙ্গে নিজের অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। আরও অনেক কিছু করা বাকি আছে সে কথা উপলব্ধি করেছেন নায়ক। উল্লেখ্য,১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের ৫১তম জন্মদিন। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবং তাঁর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষে সারাদিন জুড়ে আরও একবার রিলিজ হয় ‘কহো না পেয়ার হ্যায়’।