বলিউডে কত কী যে ঘটে… প্রাক্তন বন্ধু হয়ে যায়। প্রাক্তনের বর্তমানের সঙ্গে হয়ে যায় সদ্ভাব। এই যেমন হৃতিক রোশন, সুজন খান ও সাবা আজাদ। ভালবেসে বিয়ে করেছিলেন হৃতিক রোশন ও সুজান খান। যদিও ২০১৪ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। এর পর বেশ কিছু দিন সিঙ্গল থাকার পর অবশেষে ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছেন হৃতিক। তিনি সাবা আজাদ। প্রশ্ন উঠতেই পারে, সাবা ও সুজানের মধ্যে কীরকম সম্পর্ক? দেখলে চমকে যেতে হয়। সম্প্রতি হৃতিক রোশন ও সুজানের সন্তান রেহান ১৮ বছর পূর্ণ করলেন। সেই উপলক্ষেই গোয়ায় পার্টি দিয়েছিলেন রোশন পরিবার। হাজির ছিলেন রেহানে মা সুজান। ওদিকে রেহানের বাবার প্রেমিকাও ছিলেন উপস্থিত। ওই পার্টি থেকেই সাবার সঙ্গে মিষ্টি এক ছবি পোস্ট করেছেন সুজান। লিখেছেন, “এত ভালবাসার জন্য ধন্যবাদ।” অন্যদিকে সেই ছবিকে রিপোস্ট করে সাবা লিখেছেন, “আমার সবচেয়ে ভাল কাটানো সময়”। যা দেখে নেটিজেনদের একটা বড় অংশও হতবাক! তাঁদের একটাই প্রশ্ন, “পারেন কী করে?”
তবে শুধু যে হৃতিক এগিয়ে জীবনে এমনটা কিন্তু নয়, সুজানও এগিয়ে গিয়েছেন জীবনে। তাঁর প্রেমিক আছে। প্রেমিকের নাম আরসালান গোনি। যদিও আগামী দিনে তাঁরা বিয়ে করবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই জানানি তাঁরা। তবে চার জনের সম্পর্কই বেশ ভাল। একসঙ্গে মাঝেমধ্যেই ঘুরতে যান তাঁরা।