AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিছন থেকে জড়িয়ে হঠাৎ চুমু, নজরে হুমা কুরাশির খুল্লমখুল্লা প্রেম!

সম্প্রতি মুম্বইয়ে কনসার্ট করলেন বলিউডের জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা হিমেশ রেশমিয়া। সেই কনসার্ট দেখতে প্রেমিক রচিতকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন হুমা কুরেশি। আর সেখানেই ঘটল প্রেমপর্ব। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই প্রেমপর্বের ভিডিয়ো।

পিছন থেকে জড়িয়ে হঠাৎ চুমু, নজরে হুমা কুরাশির খুল্লমখুল্লা প্রেম!
| Updated on: Nov 17, 2025 | 2:39 PM
Share

অনেকদিন ধরেই গুঞ্জনে ছিল বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবং কাস্টিং ডিরেক্টর রচিত সিংয়ের প্রেমের গল্প। এমনকী, শোনা গিয়েছিল হুমা ও রচিত নাকি খুব শীঘ্রই বিয়েও করবেন। তবে এসব গুঞ্জন উড়লেও, হুমা বা রচিত কেউ কখনই এসব নিয়ে মুখ খোলেননি। উল্টে, বার বারই এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার আর সব কিছু লুকিয়ে রাখতে পারলেন না। বরং ক্যামেরার সামনে স্পষ্ট হয়ে গেল তাঁদের প্রেম কাহিনি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি মুম্বইয়ে কনসার্ট করলেন বলিউডের জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা হিমেশ রেশমিয়া। সেই কনসার্ট দেখতে প্রেমিক রচিতকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন হুমা কুরেশি। আর সেখানেই ঘটল প্রেমপর্ব। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই প্রেমপর্বের ভিডিয়ো।

কী ছিল সেই ভিডিয়োয়?

কনসার্টের বড়পর্দায় তখন হিমেশ রেশমিয়াকে ধরে রেখেছে ক্যামেরা। মাঝে মধ্যেই দর্শকদের ধরা হচ্ছে সেই ক্য়ামেরায়। আর সেই ক্যামেরাই হুমার কাণ্ড করল ফাঁস। কনসার্টের বড় পর্দায় হঠাৎই ফুটে উঠল হুমা ও রচিত। আর ফুটেই উঠল না। হুমাকে পিছন থেকে জড়িয়ে ধরে চকাস করে গালে চুমু খেলেন রচিত। সেই ভিডিয়োই এখন ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়।

রচিতের সঙ্গে প্রেমের সম্পর্ক এখনই প্রকাশ্যে আনতে নারাজ হুমা। ভাইরাল হওয়া ভিডিয়োতে সেটাও ফের নজরে পড়ল নেটিজেনদের। বড়পর্দায় নিজেদের দেখে একটু সামলে নিলেন হুমা। তবে রচিত কিন্তু বিদ্রোহী প্রেমিক। হুমাকে আলিঙ্গন করে দাঁড়িয়েই থাকলেন।

এই মুহূর্তে হুমা কুরেশিকে দেখা যাচ্ছে ‘দিল্লি ক্রাইম ৩’–এ এবং ‘মহারানি ৪’-সিরিজে। অন্যদিকে, রচিত সিং বলিউডে কাস্টিং ডিরেক্টরের পাশাপাশি অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেন এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রচিত।