করোনায় প্রয়াত জনপ্রিয় কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 11, 2020 | 7:37 PM

সিনেমায় তাঁর স্বতন্ত্রতা বারবার চোখ কেড়েছে সমালোচকের।

Follow Us

৫৯ বছর বয়সে লাতভিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্ববন্দিত কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক। দোভাষী দারিয়া ক্রুোতোভা কিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত ২০ নভেম্বর কিম লাতভিয়ায় পোঁছন।

চলচ্চিত্র জগতের উন্নয়নের বিষয় আলোচনায় যোগ দেন কিম। পাশাপাশি, ঠিক ছিল একটি বাড়িও কিনবেন। কিন্তু হঠাৎ পরিচালকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক। তবে কিমকে বাঁচানো সম্ভব হয়নি ।

দু’দশেকের কেরিয়ারে কিম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছেন। ১৯৯৬ সালে তাঁর প্রথম ছবি ‘ক্রোকোডাইল’ মুক্তি পায়। ২০০১ সালে ‘দ্য আইল’ ছবির মুক্তি পর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পান কিম। টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘দ্য আইল’। গত বছর তাঁর শেষ ছবি ’ডিজলভ’ মুক্তি পায়।

সিনেমায় তাঁর স্বতন্ত্রতা বারবার চোখ কেড়েছে সমালোচকের। মধ্য ও উচ্চবিত্ত কোরিয়ান সমাজের প্রচলিত স্রোতের উল্টো দিকে থাকা প্রান্তিক এবং বঞ্চিত চরিত্রর গল্প উঠে এসেছে তাঁর ছবিতে। ‘থ্রি আয়রন’ ,‘ক্রোকোডাইল’, ‘টাইম’, ‘ড্রিম’, ‘ব্রেথ’ ৷ গল্প পরতে পরতে এক অন্য বাস্তবের কথা তুলে ধরেছেন পরিচালক৷ এ ছাড়াও রয়েছে তাঁর উল্লেখিত কিছু ছবি ‘বিউটিফুল’, ‘মেড ইন চায়না’, ‘দ্য নেট’, ‘স্টপ’, ‘স্প্রিং, সামার, ফল, উইনটার… অ্যান্ড স্প্রিং’। কিম কি দুকের মৃত্যুতে বিশ্ব সিনেমহলে নেমে এসেছে শোকের ছায়া৷

 

৫৯ বছর বয়সে লাতভিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্ববন্দিত কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক। দোভাষী দারিয়া ক্রুোতোভা কিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত ২০ নভেম্বর কিম লাতভিয়ায় পোঁছন।

চলচ্চিত্র জগতের উন্নয়নের বিষয় আলোচনায় যোগ দেন কিম। পাশাপাশি, ঠিক ছিল একটি বাড়িও কিনবেন। কিন্তু হঠাৎ পরিচালকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক। তবে কিমকে বাঁচানো সম্ভব হয়নি ।

দু’দশেকের কেরিয়ারে কিম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছেন। ১৯৯৬ সালে তাঁর প্রথম ছবি ‘ক্রোকোডাইল’ মুক্তি পায়। ২০০১ সালে ‘দ্য আইল’ ছবির মুক্তি পর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পান কিম। টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘দ্য আইল’। গত বছর তাঁর শেষ ছবি ’ডিজলভ’ মুক্তি পায়।

সিনেমায় তাঁর স্বতন্ত্রতা বারবার চোখ কেড়েছে সমালোচকের। মধ্য ও উচ্চবিত্ত কোরিয়ান সমাজের প্রচলিত স্রোতের উল্টো দিকে থাকা প্রান্তিক এবং বঞ্চিত চরিত্রর গল্প উঠে এসেছে তাঁর ছবিতে। ‘থ্রি আয়রন’ ,‘ক্রোকোডাইল’, ‘টাইম’, ‘ড্রিম’, ‘ব্রেথ’ ৷ গল্প পরতে পরতে এক অন্য বাস্তবের কথা তুলে ধরেছেন পরিচালক৷ এ ছাড়াও রয়েছে তাঁর উল্লেখিত কিছু ছবি ‘বিউটিফুল’, ‘মেড ইন চায়না’, ‘দ্য নেট’, ‘স্টপ’, ‘স্প্রিং, সামার, ফল, উইনটার… অ্যান্ড স্প্রিং’। কিম কি দুকের মৃত্যুতে বিশ্ব সিনেমহলে নেমে এসেছে শোকের ছায়া৷

 

Next Article