AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০২৬-এ সলমনের জীবনে বড় বিপদ! শাহরুখের কপালে কী?

বিশেষ করে সেলেব্রিটিদের ভাগ্যচর্চা নিয়ে তৈরি পডকাস্ট রয়েছে নেটপাড়ার চর্চায়। সম্প্রতি তেমনই এক পডকাস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে জ্যোতিষ, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে শাহরুখ ও সলমনের ভাগ্য নিয়ে কথা বললেন। সঙ্গে জানিয়ে দিলেন আগামী বছর, এই দুই খানের কপালে রয়েছে কী।

২০২৬-এ সলমনের জীবনে বড় বিপদ! শাহরুখের কপালে কী?
Shahrukh Khan
| Updated on: Nov 19, 2025 | 4:57 PM
Share

কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু. তর্কে বহুদূর। জ্যোতিষশাস্ত্র বিষয়টা অনেকটা এই বিশ্বাসেই দাঁড়িয়ে রয়েছে। যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মানেন, এই শাস্ত্র নিয়ে পড়াশুনো করেন। আর যাঁরা বিশ্বাস করেন না, তাঁরা এই পথের আশপাশেও যেতে চান না। তবে ইদানিং নেটপাড়ার ট্রেন্ডে জ্য়োতিষশাস্ত্র নিয়ে নানাবিধ পডকাস্ট চোখে পড়ে। বিশেষ করে সেলেব্রিটিদের ভাগ্যচর্চা নিয়ে তৈরি পডকাস্ট রয়েছে নেটপাড়ার চর্চায়। সম্প্রতি তেমনই এক পডকাস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে জ্যোতিষ, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে শাহরুখ ও সলমনের ভাগ্য নিয়ে কথা বললেন। সঙ্গে জানিয়ে দিলেন আগামী বছর, এই দুই খানের কপালে রয়েছে কী।

গত কয়েক বছরে বলিউডের বক্স অফিসে শাহরুখ কিন্তু সৌভাগ্যই দেখেছেন। পাঠান, জওয়ান, ডাঙ্কি সুপারহিট হওয়ায় বহুবছর পর সুপারহিটের মুখ দেখেছিলেন শাহরুখ। শুধু হিটেই শেষ নয়, এ বছর শাহরুখের ভাগ্যের চাকা এমনই ঘুরেছিল যে, প্রথম জাতীয় পুরস্কারও পান তিনি।

শাহরুখ সদ্য পা দিয়েছেন, ষাট বছরে। শাহরুখের এই ষাট, তাঁর জন্য খুবই লাকি হতে চলেছে। অন্তত, জ্যোতিষী তেমনই মনে করছেন। ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, আগামী বছর শাহরুখ যাতে হাত দেবেন, তাই সোনা। বক্স অফিসে ফের বাম্পার এন্ট্রি নেবেন শাহরুখ। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২৬-এ একেবারে নতুন কিছু করতে পারেন শাহরুখ। যা কিনা বড় চমক হবে।

দেখে নিন সেই ভিডিয়ো—

তবে শাহরুখের দারুণ সময় গেলেও, সলমনের নাকি আগামী বছরটা খুব একটা ভাল যাবে না। ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, বক্স অফিসে একেবারেই টিকতে পারবেন না সলমন। সব নায়কের থেকেই পিছিয়ে পড়বেন তিনি। তাঁর জন্মছকে নাকি এই সময়টায় নানা বাধাই লেখা রয়েছে। তবে শুধু সিনেমা কেরিয়ারই নয়। স্বাস্থ্যের দিক থেকেও ভাল সলমনের শরীর ভাল যাবে না। মাঝে মধ্যেই শরীর খারাপ হবে তাঁর। এমনকী, সলমনের ভাগ্যচক্র বলছে, শত্রুর সংখ্যা আরও বাড়বে তাঁর। প্রাণনাশের হুমকিও পেতে পারেন ফের সলমন। এই মুহূর্তে সলমন ব্যস্ত রয়েছেন, ব্যাটেল অফ গলওয়ান ছবির শুটিংয়ে। কয়েকদিন আগেই লাদাঘে শুটিং সেরে মুম্বই ফিরেছেন বলিউডের ভাইজান।