TV9বাংলা ডিজিটাল: আর মাত্র মাস তিনেকের অপেক্ষা। এর পরেই নতুন অতিথি আসবে করিনা কপূর (Kareena Kapoor) এবং সইফ আলি খানের সংসারে। বেবি বাম্প নিয়েই ‘লাল সিং চাড্ডা’-র শুট সেরে বেবো ফিরে এসেছেন বেশ কয়েক দিন। ফিরে এসেই আপাতত কাজকে টাটা জানিয়ে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি।
স্বামী সইফ শুটের জন্য হিমাচল প্রদেশে। বোরডম কাটানোর জন্য করিনা হাজির বাবার বাড়িতে। সেখানেই চুটিয়ে চলল সেলিব্রেশন। হল খাওয়া দাওয়া, গল্প গাছা আরও কত্ত কী…
বুধবার ছিল করওয়া চৌথ। আর সেই উপলক্ষেই এক হয়েছিল কপূর খানদান। ছিলেন করিনার বাবা রণধীর কপূর, নিতু কপূর, রিধিমা কপূর থেকে শুরু করে আরমান জৈন, স্ত্রী আনিশা। ছিলেন আদর জৈন এবং তাঁর লেডিলাভ তারা সুতরিয়াও।
কপূর পরিবারের সেই রাজকীয় ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রিধিমা কপূর। যদিও ছবিতে দেখা যায়নি করিশ্মা কপূর, রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আপাতত বেজায় ব্যস্ত রণবীর-আলিয়া। আর সে কারণেই হয়তো মিস করে ফেলেছেন এই ফ্যামিলি অকেশন।
তৈমুরের জন্মের সময় নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনতে সঙ্কোচ করেননি করিনা। বরং অন্তঃসত্ত্বাদের জন্য ফ্যাশনের নতুন সংজ্ঞা রচনা করেছিলেন সে সময়। এ বারেও একই ঘটনা। কখনও কাফতান, কখনও ম্যাক্সি ড্রেস আবার কখনও বা সিম্পল ঢিলা সালোয়ার আর প্লাজো… করিনার স্টাইল স্টেটমেন্ট হিট এ বারেও।