বাবা সিদ্দিকিকে হত্যা, সলমন খানকে হত্যার হুমকি আর তারপরই সইফ আলি খানের ওপর আক্রমণ, কোথাও গিয়ে যোগসূত্র অন্য ইঙ্গিত দিচ্ছে না তো! প্রতিটা নাম এক জায়গায় করলে একটা স্মৃতি তরতাজা হয়ে যায়, তা হল হাম সাত সাথ হ্যায় ছবি। যেখানে কৃষ্ণসার হত্যা মামলায় নাম জড়িয়েছিল সইফ আলি খানেরও। তিনিও সেই শিকারে সামিল ছিলেন। আর সেই সূত্রেই সলমন খানকে হত্যার হুমকি দিয়ে চলেছে টিম লরেন্স বিষ্ণোই। এই গ্যাংস্টারের চাপেই রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে সলমন খানের নিরাপত্তা। তবে তাঁর তরফ থেকে কখনই সইফ আলি খানকে আক্রমণ করার হুমকি মেলেনি। তাই হয়তো নিরাপত্তার বিষয়টা ততটা মোজবুত ছিল না।
বিগত কয়েক বছর ধরেই জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শুটিং চলাকালীন চিঙ্কারা ও কৃষ্ণসার হরিণ শিকার করেই বিতর্কে জড়িয়েছিলেন সলমন। বিরল এই হরিণ শিকার করার অপরাধে জেলেও যেতে হয় তাঁকে। এদিকে, বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত এই হরিণ। সেই কারণেই সলমনকে নিশানা বানিয়েছে লরেন্স বিষ্ণোই।
অন্যদিকে, সলমন খানের পাশাপাশি এবার শাহরুখ খানও হুমকি পেয়েছেন। ৫০ লক্ষ টাকা দাবি করে মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা এসেছে শাহরুখের নামেও। সেই স্মৃতি উস্কেই একশ্রেণির প্রশ্ন তবে কি সলমন খানের পথেই সইফ আলি খান! সত্যি কোনও চোরের উদ্দেশ্য থাকে কাউকে এভাবে নির্মম আঘাত করা? এক বা দুই নয়, ছয় কোপ সইফ আলি খানকে। যে চোট বেজায় গুরুতর, দীর্ঘক্ষণ ধরে চলছে অপারেশন। ফলে খবর ছড়িয়ে পড়তেই বাড়ছে উদ্বেগ।