বাবার নতুন সংসার, প্রেম ভেঙেছে মায়েরও, বড় সিদ্ধান্ত সন্তান আরহানের!

Jul 19, 2024 | 5:09 PM

Malaika-Arbaaz: মা ও বাবার জীবনে সম্পর্কের এই চরম সময়ে কী করছে তাঁদের সন্তান আরহান! মায়ের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল আরহানের। তবে সে খান পরিবারের চোখের মণি। বাবা আরবাজ খানের সঙ্গে বরাবর থেকেছে আরহান।

বাবার নতুন সংসার, প্রেম ভেঙেছে মায়েরও, বড় সিদ্ধান্ত সন্তান আরহানের!

Follow Us

সদ্য দ্বিতীয় বিয়ে করেছেন আরবাজ খান। মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুরা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এবার তাঁকেই বিয়ে করে ঘরে তোলেন আরবাজ। ফলে চুটিয়ে নতুন সংসার করছেন আরবাজ খান। অন্যদিকে মালাইকা আরোরাও বেঁধে ছিলেন নতুন ঘর, অর্জুন কাপুরের হাত ধরে। লিভইনের সম্পর্ক প্রায় চার বছরের। তবে সম্প্রতি শোনা যাচ্ছেন তিনি আর অর্জুন কাপুর একসঙ্গে থাকছেন না। পথ আলাদা হয়েছে জুটির। মা ও বাবার জীবনে সম্পর্কের এই চরম সময়ে কী করছে তাঁদের সন্তান আরহান! মায়ের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল আরহানের। তবে সে খান পরিবারের চোখের মণি। বাবা আরবাজ খানের সঙ্গে বরাবর থেকেছে আরহান।

তবে এবার বাবার নতুন সংসারে কী সেভাবে জায়গা করতে পারছে না সে! পাশাপাশি প্রেম ভেঙেছে মায়ের, তাই মায়ের পাশেই দাঁড়ানোর কি সিদ্ধান্ত নিচ্ছে আরহান! বাবার পরিবার থেকে বেরিয়ে কি এবার আরহান মায়ের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিল? সদ্য মালাইকার সঙ্গে দেখা মিলল আরহানের। বিমান বন্দরে হাসি মুখে মা-ছেলের মিষ্টি মুহূর্ত সকলে ফ্রেমবন্দিও করলেন।

তবে পরিবারের অন্দরমহলের কী সিদ্ধান্ত তা নিয়ে বিন্দুমাত্র মুখ খুলতে দেখা যায়নি এই জুটিকে অতীতে। আরবাজ মালাইকার মধ্যে যাই হোক না কেন, জুটি কখনই সন্তানের বিষয় দূরত্ব বজায় রাখেননি। ছেলের প্রয়োজনে একাধিকবার মালাইকা ও আরবাজ একসঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তবে এখন আরবাজ অন্য সম্পর্কে। আর সুরার সঙ্গে আরহানকে একসঙ্গে প্রায় দেখা যায় না বললেই চলে। এমনই সময় মালাইকার সঙ্গে আরহানকে দেখে নানান জল্পনা দানা বাঁধছে সোশ্যাল মিডিয়ায়।

Next Article