যীশুর পোস্ট ঘিরে বাড়ছে রহস্য, এবার কোন ধামাকা অপেক্ষায়?
এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের নামজাদা প্রযোজক মহেশ ভাটও। আর এবার যীশুর নাম উঠে এল বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি-র প্রোডাকশন হাউজে।

টলিউডের প্রথম সারির অভিনেতা যীশু সেনগুপ্ত গত কয়েকবছর ধরেই খবরের শিরোনামে। একের পর এক ভাল কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের সমীকরণ, সবটাই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে রাতারাতি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দিকেও মন দিয়েছেন তিনি। নববর্ষে বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলিত হয়ে যীশু খোলেন করেছেন নতুন প্রযোজনা সংস্থা— ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের নামজাদা প্রযোজক মহেশ ভাটও। আর এবার যীশুর নাম উঠে এল বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি-র প্রোডাকশন হাউজে।
যীশু নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সবটা খোলসা করেন। যেখানে দেখা যাচ্ছে ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে রয়েছে তাঁর নাম। ছবির উপরে লেখা, “All The Best Boss।” এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, রোহিত শেট্টির প্রোডাকশনে হয়তো কোনও নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন যীশু। যদিও এখনও পর্যন্ত যীশু বা রোহিত— কেউই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।

তবে বলিপাড়ার সূত্র খবর, যীশুর প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’ ও রোহিত শেট্টি পিকচার্স একত্রে কোনও বড় প্রোজেক্টে হাত দিতে চলেছে। ঠিক কী ধরনের প্রোজেক্ট, বা কে কোন ভূমিকায় থাকবেন, সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট নয়। তবে যেটা স্পষ্ট— টলিউড-বলিউড দুই জায়গাতেই নিজের উপস্থিতি জোরদার করছেন যীশু সেনগুপ্ত। ফলে সুখবরের আশায় পলক গুনছেন অনুরাগীরা।
