AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘এও সম্ভব!’ নাইটি পরে ভিডিয়ো করায় নোটিস! ক্ষোভ উগরে দিলেন স্যান্ডি

বিষয়টা স্যান্ডি সাহার নজর এড়ায়নি। কথাটা কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। তবে সত্যি কি তাঁর কাছে কোনও আইনি নোটিস গিয়েছে? খোঁজ নিল TV9 বাংলা।

Exclusive: 'এও সম্ভব!' নাইটি পরে ভিডিয়ো করায় নোটিস! ক্ষোভ উগরে দিলেন স্যান্ডি
| Edited By: | Updated on: Aug 11, 2025 | 2:11 PM
Share

স্যান্ডি সাহা, বাংলার বুকে এখন এ এক পরিচিত নাম। কারণ স্যান্ডি সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটার হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপাশি ছোটখাটো বিভিন্ন চরিত্রেও তিনি কাজ করছেন। তবে সম্প্রতিতে তাঁর মজার ভিডিয়োর মধ্যে জায়গা করে নিয়েছে বাঙালির ঘরের পোশাক ‘নাইটি’। আর তা নিয়েই এবার প্রতিবাদে সরব আইনিজীবী সঙ্গীতা দাস। সম্প্রতি তিনি দাবি করেন, স্যান্ডির এই আচরণ দেখে তিনি আইনি নোটিস পাঠিয়েছেন।

সংবাদ মাধ্যমকে সঙ্গীতা বলেন, “যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাইটির ব্যবহারটা দেখাচ্ছে, আমাদের সমাজে কি নাইটির কালচার এমন? আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, বৌদিরা কি সত্যি-সত্যি এভাবে নাইটিকে ব্যবহার করে থাকেন? নিশ্চয়ই নয়। কারণ নাইটি একেবারেই বাড়ির এক পোশাক। যাঁরা সম্ভ্রান্ত তাঁরা নাইটি পরে অন্তত রাস্তায় বেরোয় না। দুস্থদের কথা আমি বলব না, কারণ তাঁরা দুস্থ বলে নাইটি পরে থাকেন। যাঁরা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, তাঁরা অন্তত নাইটি পরে বাড়ির বাইরে এভাবে নিজেকে রিপ্রেজেন্ট (উপস্থাপন) করে না। সেখানে ও এতবড় একজন ক্রিয়েটর হয়ে, এত দিন ধরে নিজেকে প্রমোট করে যাচ্ছেন নাইটি বউদি হিসেবে। দেশে বিদেশে সব জায়গাতেই। আমাদের দেশের কালচারটা কি এমন? ওকে দেখাদেখি আরও অনেকেই এই জিনিসটা করছে।”

বিষয়টা স্যান্ডি সাহার নজর এড়ায়নি। কথাটা কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। তবে সত্যি কি তাঁর কাছে কোনও আইনি নোটিস গিয়েছে? খোঁজ নিল TV9 বাংলা। এই মর্মে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “এটার বিরুদ্ধে কি সত্যি কোনও আইনি নোটিস হয়? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। প্রথমত, এখনও পর্যন্ত আমার কাছে কোনও নোটিস আসেনি। আমি জানি না উনি কোথায় পাঠিয়েছেন। আমার কাছে না পুলিশ স্টেশন থেকে কোনও ফোন এসেছে, না নোটিস এসেছে। দ্বিতীয়ত, বাঙালি মা-বোনেরা বাড়িতে এই পোশাক পরে থাকেন। এটা কোনও অশালীন পোশাক নয়। ভারতে থাকি বা বাইরে গিয়ে এই পোশাক পরি, সেটা তো কোনও অপরাধ নয়। এটা আমার ব্যক্তিগত বিষয়। তার বিরুদ্ধে উনি কেন, আমার মনে হয় না কারও কিছু বলার থাকতে পারে। শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্যে এটা করেছেন। নিজেও উনি নাইটি পরে ভিডিয়ো করেছেন। উনি ফলোয়ার বাড়াতে চেয়েছিলেন, উনি সফলও হয়েছেন।”