Solanki Roy: ‘আমি মেয়ে তাই আমায় অনেক বেশি…’, কোন আক্ষেপ উগরে দিলেন শোলাঙ্কি

Sep 08, 2024 | 2:42 PM

Solanki Roy: একবার নয়, একাধিকবার পথে নেমে আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাঁকে। সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিচার চেয়েছেন। এখানেই শেষ নয়, জেগেছেন রাতও। যদিও তিলোত্তমাকে কেন্দ্র করে প্রতিবাদ গড়ে তোলা নয়, শোলাঙ্কি বরাবরই বিশ্বাস করেন....

Solanki Roy: আমি মেয়ে তাই আমায় অনেক বেশি..., কোন আক্ষেপ উগরে দিলেন শোলাঙ্কি

Follow Us

শোলাঙ্কি রায়, অভিনেত্রী বরাবরই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তাঁর অভিনয়ের দাপটে। ধারাবাহিক থেকে শুরু করে ওটিটি, সিনেমা, শোলাঙ্কি থাকা মানেই সকলের মনে এক অন্যস্বাদের গল্পের আশা। যদিও বর্তমানে একটু বেছেই কাজ করছেন শোলাঙ্কি। তবে আরজি কর কাণ্ডে পথে নামতে ভোলেননি তিনি। একবার নয়, একাধিকবার পথে নেমে আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাঁকে। সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিচার চেয়েছেন। এখানেই শেষ নয়, জেগেছেন রাতও। যদিও তিলোত্তমাকে কেন্দ্র করে প্রতিবাদ গড়ে তোলা নয়, শোলাঙ্কি বরাবরই বিশ্বাস করেন মেয়ে হয়ে জন্ম নিলে কোথাও গিয়ে কিছুটা তো পিছিয়ে থাকতেই হয়। সেটাই দুঃখের।

সঙ্গীত বাংলাকে দেওয়া একবার এক সাক্ষাৎকারে শোলাঙ্কি এই প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি মেয়ে তাই আমাকে অনেক বেশি বিচার করা হয়। আমি মেয়ে তাই রাস্তাঘাটে চলাটা যতটা স্বাচ্ছন্দে হওয়া উচিত, একজন ছেলে পারে, সেটা আমি পারি না। কারণ আমি মেয়ে। আমি মেয়ে তাই আমাদের সাফার করতে হয় বেশি, জামা কাপড় থেকে শরু করে তুমি কী খাবে, কীভাবে চলবে, প্রতিটা জিনিস বলে দেওয়ার জন্যে গোটা একটা সমাজ দাঁড়িয়ে আছে। সেটা তুমি মেয়ে বলেই। এটাই দুঃখের।’

এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁকে সঞ্চালিকা এও প্রশ্ন করেন, পুরুষদের মেয়েদের প্রসঙ্গে কোন বিষয়টা মাথায় রাখা উচিত? এই প্রসঙ্গে শোলাঙ্কি উত্তর দেন, ‘যত্নে রাখতে হয়’। প্রসঙ্গত, শোলাঙ্কি একাই নয়, এই দাবি যুগে যুগে কালে কালে সকলের। সকলেই কম বেশি এই প্রশ্ন করেই থাকেন। আর বর্তমানে তিলোত্তমার যে নারকীয় ছবি উঠে এসেছে, তা নিয়ে রীতিমত ফুঁসছে গোটা বিশ্ব। ফুঁসছে গোটা ইন্ডাস্ট্রিও।

Next Article