‘বর পরবে লুঙ্গি, আমি…’, বিয়ের প্ল্যান শেয়ার করলেন জাহ্নবী কাপুর
Janhvi Wedding: পরিবারের তরফ থেকে বলাই চলে সবটা ঠিকঠাক। তবে জানেন কি, এই স্টারকিডের বিয়েতে থাকবে না কোনও জাঁকজমক অনুষ্ঠান। নিজের বিয়ে নিয়ে একবার নিজেই মুখ খুলে ছিলেন জাহ্নবী কাপুর।
জাহ্নবী কাপুর, শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে বলে কথা। তাঁর বিয়ে আর কোনও শোরগোল থাকবে, না তা কি হয়! বেশ কিছু দিন ধরেই জাহ্নবী কাপুরের সম্পর্ক চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়াকেই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। সম্প্রতি তাঁর গলার নেকলেসে লেখা অক্ষয় ইঙ্গিতে এই সম্পর্কে সিলমোহর দিয়ে দিয়েছে। জাহ্নবী ও শেখর সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় বনি কাপুরকেও। ফলে পরিবারের তরফ থেকে বলাই চলে সবটা ঠিকঠাক। তবে জানেন কি, এই স্টারকিডের বিয়েতে থাকবে না কোনও জাঁকজমক অনুষ্ঠান। নিজের বিয়ে নিয়ে একবার নিজেই মুখ খুলে ছিলেন জাহ্নবী কাপুর।
এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন তিনি বড় আয়োজন করে বিয়ে করতে চান না। বরং তাঁর দাবি, তিনি ছোট থেকেই তিরুপতিতে গিয়ে বিয়ের স্বপ্ন দেখে এসেছেন। বাস্তবে সেটাই হবে। মন্দিরেই বিয়ে করতে চান তিনি। সোনার জরির কাজ করা কাঞ্জিভরম পরবেন তিনি নিজে। অন্যদিকে তাঁর হবু স্বামী পরবেন লুঙ্গি। মন্দিরে বিয়ে করে কলা পাতায় তাঁরা একসঙ্গে খাবার খাওয়ার পরিকল্পনাও করেছেন।
যদিও কবে বিয়ে বিয়ের দিনক্ষণ এখনও কিছু সামনে আসেনি। তবে সম্পর্কে খবর সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতেই জাহ্নবী কাপুরের এই পুরনো সাক্ষাৎকার হাতে হাতে ভাইরাল। ফলে জাহ্নবী কাপুরের বিয়েতে যে ঢালাও আয়োজন থাকছে না, তা প্রকার বোঝাই যাচ্ছে। যদিও বিয়ের পর রিসেপশন পার্টিতে বলিউডের গালা- সেলিব্রেশন হবে কি না তা এখনই নিশ্চিত মন্তব্য করা কঠিন।