আজ শনিবার বলিপাড়ার ‘ধড়ক গার্ল’ জাহ্নবী কাপুরের জন্মদিন। চব্বিশে পড়লেন তিনি। জন্মদিনে পরিবার থেকে অনেক দূরে শুটিং সেটেই জন্মদিন কাটালেন তিনি। তাঁর আসন্ন ছবি ‘গুড লাক জেরি’র সেট থেকে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন নিজেই।
সেটের সহকর্মীদের সঙ্গে কেক কেটেই হল সেলিব্রেশন। তাঁর টুকরো ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও। তাঁর শেয়ার করা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে টেবিলের উপর রাখা এক ছোট্ট কেক। উপরে লেখা ‘জেকে’। পাশ থেকে ভেসে আসছে কোলাহল। ছড়িয়ে পড়ছে উচ্ছ্বাস। বাড়ি থেকে কয়েক শো কিলোমিটার দূরে থেকেও সহকর্মীদের সঙ্গেই জমে গেল তাঁর জন্মদিন।
‘ধড়ক’ ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন জাহ্নবী।স্টারকিড হওয়ার পাশপাশি অভিনয় দক্ষতার জোরে ইতিমধ্যেই বলিউডে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ‘রুহি’। ছবির জাহ্নবী ছাড়াও দেখা যাবে রাজকুমার রাওকে।