দেশে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। মহারাষ্ট্রে অনেক জায়গায় আবার শুরু হয়েছে লকডাউন। বাংলার অবস্থাও ভাল না। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪। এরই মাঝে জোরকদমে চলছে করোনার টিকাকরণ।
গতকাল অভিনেতা জিৎ কোভিডের ভ্যাকসিন নিলেন। সোশ্যাল মিডিয়ায় টিকাকরণের ছবি নিজেই শেয়ার করেছেন তিনি। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন তিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ভ্যাকসিন নিতে শুরু করেছেন। সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় নিলেন ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম ডোজ়। ভ্যাকসিন নেওয়ার পর সুদেষ্ণা রায় ফেসবুকে লেখেন, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম…কোভিশিল্ড’।শুধু সুদেষ্ণা রায়ই নন। কিছুদিন আগে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বাবাও ফাল্গুনী চট্টোপাধ্যায়ও নেন ভ্যাকসিন। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নেওয়ার সময়ের এক ছবি পোস্ট করে লেখেন, ‘ভ্যাকসিনে যাদের এখনও সামান্যতম দ্বিধা আছে তাদের জন্য—হ্যাঁ, সম্ভব হলে আজই নিন করোনা ভ্যাকসিন। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়াহীন। মাত্র ঘন্টা দু’য়েকের মামলা। নিশ্চিন্তে বাঁচুন। ভেবেছিলাম ব্যথা লাগবে। আশঙ্কায় মুখ কুঞ্চিত। কিন্তু একেবারে ব্যথাহীন।’
জিৎকে শেষ দেখা গিয়েছে পরিচালক পাভেলের ছবি ‘অসুর’-এ। বিপরীতে ছিলেন নুসরত। এই ছবির প্রযোজকও তিনি। জিৎ-এর ‘বাজি’ মুক্তির অপেক্ষায়। এই প্রথম মিমি-র সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পরিচালনায় অংশুমান প্রত্যুষ। এই ছবির প্রযোজকও জিৎ নিজে। অতিমারির জন্যই ছবির রিলিজ পিছিয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন :রাজ-পুত্র ইউভানকে আকাশপথে উড়ানের ছাড়পত্র দিল বিমান সংস্থা, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত বাবা