কেকেআরের সহ-মালিকানা রয়েছে জুহি চাওলার। শাহরুখ খানের পাশাপাশি আইপিএলের এই দলের সঙ্গে মানসিক ও আর্থিক ভাবে জড়িয়ে রয়েছেন তিনি। এই বছরও আইপিএলের ট্রফি ছিনিয়ে নিয়েছে এই দল। তবে জানেন কি আইপিএলের শুরু হওয়ার সময়ে দলকে নিয়ে নেওয়া একটি সিদ্ধান্তে বেজায় মন খারাপ হয়েছিল তাঁর। কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। কী সেই সিদ্ধান্ত? কয়েক বছর পিছিয়ে যান। কেকেআর আজ যে জার্সি পরে খেলতে নামে প্রথম দিকে কিন্তু এই জার্সি ছিল না তাঁদের। কালো ও সোনালি রঙের জার্সি ছিল টিমটির।
জুহির কথায়, “আমরা ক্রিকেট ফ্যাঞ্চাইজি সম্পর্কে কিছুই জানতাম না। এখনও মনে পড়ে শাহরুখের বাড়িতে লম্বা লম্বা মিটিং হতো। ওখানেই সব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো। এখনও মনে পড়ে শাহরুখ কালো আর সোনালি রঙের জার্সির সিদ্ধান্ত নেয়। আমি একদম খুশি ছিলাম না। শুধু মনে হত কেন কালো আর সোনালী? কালো রঙ তো অপবিত্র, তাই না? এতটাই অপবিত্র যে ব্যবহৃত হয় না শুভ কাজে। তবে যা ভেবেছিলাম তা ঘটেনি।” কালো জার্সিতেও ট্রফি জিতেছিল শাহরুখের দল। পরে অবশ্য বদলে যায় ওই দলের জার্সি।
জানেন কি, শাহরুখের সঙ্গে বসে ম্যাচ দেখতে একেবারেই পছন্দ করেন না জুহি চাওলা। এর নেপথ্যে যদিও তাঁর কিছু কারণও আছে। তাঁর কথায়, “যখন আমাদের টিম ভাল পারফর্ম না করে তখন ও ওর সব রাগগুলো আমার উপর বের করতে থাকে। আমি বলতে থাকি, আমাকে প্লিজ বোলো না। যা বলার টিমকে বল। কিন্তু কে শোনে কার কথা?” এ সব সত্ত্বেও, দু’জনের বন্ধুত্ব কিন্তু সেই ৯০-এর দশক থেকে। এত বছর কেটে গিয়েছে তবে সেই বন্ধুত্বে এতটুকু চিড় ধরেনি।