কাজলের দুর্বলতা তৈরি হয় স্বামী অজয় দেবগণের বন্ধুর প্রতি, তাঁর পরিচয় জানলে ছিটকে যাবেন

Sneha Sengupta |

Apr 10, 2024 | 12:56 PM

Kajol-Ajay: অজয়ের এই বন্ধুটির প্রতি দুর্বল ছিলেন কাজল। তাঁর জন্য় প্রাণ ব্যাকুল ছিল 'কুছ কুছ হোতা হ্যায়'-এর অঞ্জলির। কীভাবে সেই বন্ধুকে হারিয়ে কাজলকে জিতে নিয়েছিলেন অজয় জানেন? সেই গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে...

কাজলের দুর্বলতা তৈরি হয় স্বামী অজয় দেবগণের বন্ধুর প্রতি, তাঁর পরিচয় জানলে ছিটকে যাবেন
অজয়-কাজল।

Follow Us

কাজল এবং অজয় দেবগণ। ১৯৯৯ সালে বিয়ে করেছেন তাঁরা। ২৫ বছর পূর্তি হল কাজল-অজয়ের বিয়ের। ‘টম অ্যান্ড জেরি’র মতো সম্পর্ক তাঁদের। অজয় দেবগণ একদম কথা বলেন না। কিন্তু তাঁর কাণ্ড-কারখানাগুলো খুবই মজার। লোকের পিছনে লাগতে ভীষণ পছন্দ করেন তিনি। কাজলও তাই। কিন্তু কাজল প্রচণ্ড কথা বলেন। শান্ত হয়ে দু’দণ্ড বসতে পারেন না অভিনেত্রী। ২৫ বছর সুখে সংসার করছেন কাজল-অজয়। কিন্তু জানেন কি, অজয়ের এক বন্ধুর প্রতি দুর্বল ছিলেন কাজল। কে সেই বন্ধু?

অজয়ের সেই বন্ধুও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নামী অভিনেতা। বছরে ৫-৬টি ছবিতে অভিনয় করেন তিনি। লকডাউনের পর প্রথম তাঁর ছবিই সিনেমা হলে মুক্তি পেয়েছিল। সম্প্রতি তাঁর একটি ছবিও প্রযোজকের ঘরে টাকা ফিরিয়ে আনতে পারেনি। কঠিন অনুশাসনে থাকেন সেই অভিনেতা। সরকারী চাকুরিজীবীদের মতো ৮ ঘণ্টার বেশি শুটিং করেন না। বাড়িতে ফিরে সন্তানদের সময় দেন। তাঁদের লেখাপড়া দেখেন। সেই অভিনেতার স্ত্রী আবার প্রাক্তন অভিনেত্রী। তারকাসন্তান তিনি। অভিনয় করতে ভাল লাগে না বলে বিয়ের পর নায়িকা হওয়া থেকে বিরত থেকেছেন। বই লিখছেন, লেখাপড়া করছেন।

বুঝতেই পারছেন কার কথা হচ্ছে? অজয়ের সেই বন্ধু অক্ষয়কুমার। এই অক্ষয়ের প্রতি শুরুর দিকে ভীষণই দুর্বল ছিলেন কাজল। অজয়ের সঙ্গে তখন তাঁর কেবলই বন্ধুত্ব। প্রেম হয়নি তখনও। অক্ষয়ের প্রতি তাঁর দুর্বলতার কথা কাজল তখনই বলেছিলেন অজয়কে। অজয় নাকি বন্ধু-বান্ধবীকে মিলিয়েও দিতে চেয়েছিলেন। তবে ভাগ্যের ছিল অন্য নিয়ম। অজয়ের সঙ্গে ভালবাসার সম্পর্কে তৈরি হল কাজলের। এবং ছবির শুটিং করতে-করতে দুটি হৃদয় মিলে গেল। পরবর্তীকে অজয়ের পরিবারে বউ হয়ে এলেন কাজল। এখনও সেই সিলসিলা চলছে সানন্দে।

Next Article