বং গাইয়ের বাড়িতে কাঞ্চন! কারণ জানিয়ে বিধায়ককে খোঁচা কিরণের

Mar 18, 2024 | 2:32 PM

Kanchan Mallick: কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। ২ মার্চ সামাজিক বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর থেকেই হইচই সব জায়গায়। কটাক্ষের মুখে পড়েছেন কাঞ্চন। কটাক্ষের কারণ এক: আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন।

বং গাইয়ের বাড়িতে কাঞ্চন! কারণ জানিয়ে বিধায়ককে খোঁচা কিরণের
কেন? জানালেন বং গাই

Follow Us

এই মুহূর্তে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের নিয়ে চলছে নানা কথা। কিরণ দত্ত ওরফে বং গাই-ই বাদ যাবেন কেন? মধ্যরাতে কাঞ্চনকে খানিক খোঁচা দিয়েই একটি পোস্ট করেন তিনি। শুধু কি তাই? একই সঙ্গে তাঁর বাড়িতে কাঞ্চনের আসার অভিজ্ঞতাও বর্ণনা করেন সবিস্তারে। কাঞ্চনের গলা জড়িয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ” বুম্বাদা আর শ্রাবন্তীর সাথে কাঞ্চান দার মিল কোথায় বলো তো! ওহ সরি কাঞ্চনদার টাইটেল তো মল্লিক!” নেটিজেনদের বুঝতে অসুবিধে হয়নি, কাঞ্চনের তিনটি বিয়েকেই কটাক্ষ কিরণের। কিরণের প্রেমিকার নাম অন্তরা। তাঁর প্রসঙ্গ টেনে এনেও মজা করে বং গাই লেখেন, “না করলে একবার ও করবো না, করলে তিনটের কম করবো না ভাই ঠিক করে নিয়েছি। অন্তরা দেখার আগে এটা ডিলিট করে দেব।”

কিরণ জানান, বহু বছর আগে এক পেশাগত কাজে এসেছিলেন কাঞ্চন তাঁর বাড়িতে। সঙ্গে ছিলেন এক মহিলাও। কেমন হয়েছিল অভিজ্ঞতা? তাঁর কথায়, “আমার বাড়িতে এসেছিলো একবার একটা শুটে।বাকি জানিনা ,কিন্তু বেশ হাসিখুশী আর আমার ডিরেকশনে খুব ভালো ভাবে শুট করেছিলো। খিল্লি করছি তাই ভাবলাম এই দিকটাও বলে রাখি।” ওদিকে মজা করতে ছাড়েননি অন্তরাও। তাঁর বক্তব্য,” সেদিন বাড়িতে চা বানিয়ে খাইয়েছিলাম। আর আজ চা খেতে খেতে তারই লাফিয়ে লাফিয়ে নিজের বিয়ের ভোজ খাওয়া দেখছি।”

কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। ২ মার্চ সামাজিক বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর থেকেই হইচই সব জায়গায়। কটাক্ষের মুখে পড়েছেন কাঞ্চন। কটাক্ষের কারণ এক: আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন। কটাক্ষের কারণ দুই: শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান ২৬ বছর। কাঞ্চনের বয়স ৫৩, শ্রীময়ীর ২৬। কটাক্ষের কারণ তিন: তাঁর চেহারার গড়ন! এসব নিয়ে কাঞ্চন মুখ খুলেছেন TV9 বাংলার সামনে। বলেছেন, “যে মানুষ অসময় কিংবা দুঃসময় পাশে থাকে তার প্রতিই বিশ্বাস এবং ভরসা জন্মায়।” কাঞ্চনের চোখে শ্রীময়ী এমনটাই, সেই কারণেই হয়েছে প্রেম, জানিয়েছেন এমনটাই।

Next Article