AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিয়ালদহ স্টেশনে বচসায় কাঞ্চনা, ব্যক্তিগত বিবাদ নাকি ছবির প্রচার?

এই কাণ্ড নায়িকা ঘটিয়েছেন কোনও এক ছবির প্রচারেই। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি। শোনা যাচ্ছে শীঘ্রই নতুন কাজের খবর দিতে চলেছে হয়তো কাঞ্চনা। আর সেই কারণেই নাকি এই ভিডিয়ো।

শিয়ালদহ স্টেশনে বচসায় কাঞ্চনা, ব্যক্তিগত বিবাদ নাকি ছবির প্রচার?
| Edited By: | Updated on: Aug 19, 2025 | 4:49 PM
Share

কাঞ্চনা মৈত্র, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দায় যাঁর দাপট উল্লেখযোগ্য, তবে সেই অভিনেত্রী এ কী রূপ! পর্দায় যিনি দর্শকদের মন জয় করেন, সেই অভিনেত্রীকে এই রূপে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না অনেকেই। সাত সকালে শিয়ালদহ স্টেশনে ধুন্ধুমার কাণ্ড। স্টেশন চত্বরের সামনে ভিড় জমে গেল। পরণে সবুজ চুরিদার। গালে পান। এক দম্পতিকে টাকার জন্যে রীতিমতো চোখ রাঙাচ্ছেন তিনি। কাঞ্চনার দাবি, তিনি ছয়মাস আগে এই দম্পতিকে বিশ্বাস করে কিছু টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি। তাই হাতেনাতে শিয়ালদহ স্টেশনে তাঁদের ধরেন কাঞ্চনা।

তারপর রীতিমতো রণচণ্ডীর রূপ ধারণ করেন তিনি। আশেপাশে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা। অভিনেত্রীকে এই অবস্থায় দেখে অনেকেই ভিডিয়ো করতে শুরু করে দেন। তাঁদের ওপরও মেজাজ হারান কাঞ্চনা। ভিডিয়ো বন্ধ করতে বলেন তিনি। বর্তমানে সেই ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় শোরগোল। তবে ঘটল কি? কী এমন হল! ভিডিয়ো ভাল করে দেখলে ও শুনলে বুঝতে পারবেন, অভিনেত্রী বারবার যে নামটি বলছিলেন, তা কাঞ্চনা মৈত্র নয়। ফলে তা দেখে বোঝাই যায়, ব্যক্তিগত কারণে তিনি এই ভিডিয়ো বানাননি।

তবে সূত্রের খবর, এই কাণ্ড নায়িকা ঘটিয়েছেন কোনও এক ছবির প্রচারেই। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি। শোনা যাচ্ছে শীঘ্রই নতুন কাজের খবর দিতে চলেছে হয়তো কাঞ্চনা। আর সেই কারণেই নাকি এই ভিডিয়ো।