হৃতিক তুমি কতদিন কাঁদবে?: কঙ্গনা

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 15, 2020 | 2:41 PM

হৃতিকের আইনজীবী মহেশ জেঠমালানি কিছুদিন আগে মুম্বই পুলিশকে এক চিঠিতে লেখেন, মামলার কোনও অগ্রগতি হয়নি।

হৃতিক তুমি কতদিন কাঁদবে?: কঙ্গনা
পুরানো সেই দিনের কথা...

Follow Us

২০১৬-র ঘটনা । আজ প্রায় চার বছর হতে চলল। অভিযোগ ছিল যে হৃতিক (Hrithik roshan)একশোর উপর ইমেল কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে তাঁর ইমেলে পাঠানো হয়েছে এবং সে সময়ে কঙ্গনার (Kangana Ranaut) সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি। হৃতিক, কঙ্গনার বিরুদ্ধে মামলাও রুজু করেন হৃতিক। মুম্বই সাইবার সেলে ২০১৬ সালের সেই মামলা এখন থেকে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে হস্তান্তর হয়েছে। খবরটি প্রকাশ হওয়ার পরে নিজেকে আটাকাতে পারেননি ‘কন্ট্রোভার্সিয়াল’ কঙ্গনা।

 

আরও পড়ুন  রিয়া, শ্রদ্ধা, সারা, দীপিকাদের ফোন গেল ফরেনসিকে, পাঠাল এনসিবি

 

কঙ্গনা সেই খবরটিকে রিটুইট করে লেখেন, ‘তাঁর কাঁদুনি গল্প আবার শুরু হয়ে গেল। আমাদের ব্রেকআপ এবং ওঁর বিবাহবিচ্ছেদের পর ওঁ মুভ অন করতে পারেনি। কোনও মহিলাকে ডেট করতেও অস্বীকার করছে। যখনই আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু আশা দেখছি, ও আবার নাটক শুরু করে দিল। একটা ছোট সম্পর্কের জন্য হৃতিক, তুমি কতদিন কাঁদবে।’

হৃতিকের আইনজীবী মহেশ জেঠমালানি কিছুদিন আগে মুম্বই পুলিশকে এক চিঠিতে লেখেন, মামলার কোনও অগ্রগতি হয়নি।

 

অভিনেতার আইনজীবী মুম্বই পুলিশকে পাঠানো চিঠিতে লেখেন,“আমার ক্লায়েন্ট শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করেছিলেন, তিনি সমস্ত ঘটনা পুনর্ব্যক্ত করেন। তাঁকে এবং তাঁর পরিবারকে যেভাবে মানসিক আঘাত করা হয়েছে তাও জানান।

 

তবে আজ অবধি তদন্তে কোন অগ্রগতি হয়নি, এবং পূর্বোক্ত মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার  অনুরোধ করছি এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদেশ জারিরও আবেদন জানাচ্ছি।”

Next Article