তিন বছর আগে থেকেই কি ভোটপ্রচারে নামলেন অভিনেত্রী? কঙ্গনা রাণাওয়াতের টুইটার হ্যান্ডেল অন্তত সেদিকেই ইঙ্গিত করছে! ২০১৪ সালে প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনে বসেন। তারপর আবার ২০১৯ সালে নির্বাচনে জিতে সিংহাসন নিজের দখলেই রাখেন তিনি। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের তিন বছর আগেই কঙ্গনা টুইটারে লিখে দিলেন, যে তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র দামোদর মোদী।
আরও পড়ুন মেয়ের অপারেশন, মায়ের আবেগঘন কবিতা ফেসবুকে
Looking at the current situation in the country it can be said that BJP is not a political party anymore it is a CULT and Narendra Modi is not just a leader anymore he is a RAGE ….
— Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2021
‘ভারত বিশ্বের দ্রুততম বর্ধমান অর্থনীতি’—এ হেন এক প্রতিবেদনের ভিত্তিতে কঙ্গনা রাণাওয়াতের মন্তব্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার সময় তিনি ‘মাইক্রো ব্লগিং সাইট’ থেকে নিজের বহিষ্কার হওয়ার বিষয় নিয়েও রসিকতা করেন। তিনি লেখেন, ‘সাময়িক বহিষ্কারের পরও আমি বলছি ২০২৪ সালে মোদী আবার প্রধানমন্ত্রী হিসাবে যোগ দেবেন।’
At the cost of getting suspended I say in 2024 Modi will rejoin as PM #India_With_PM_Modi https://t.co/RzpzfnLxYd
— Kangana Ranaut (@KanganaTeam) March 10, 2021
এই পোস্টটির আগে কঙ্গনা একটি টুইট করে লেখেন নরেন্দ্র মোদীকে ‘রেজ’ অর্থাৎ তাঁর চাহিদা বলে। তার টুইটে লেখা ছিল, ‘দেশের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে বলা যেতে পারে যে বিজেপি এখন আর রাজনৈতিক দল নয় এটি একটি ‘কাল্ট’ এবং নরেন্দ্র মোদী এখন আর একজন নেতা নন, তিনি আর একজন ‘রেজ’।’
Just to wear the uniform is not enough, it’s important to live through their struggles and hardships to know what it takes to have muscles of iron and nerves of steel #Faujilife #Tejas
Training to be worthy of the uniform. Jai Hind @sarveshmewara1 @RSVPMovies @nonabains pic.twitter.com/fBH6c9b2TU— Kangana Ranaut (@KanganaTeam) March 4, 2021
ফিল্মের ক্ষেত্রে, কঙ্গনা বর্তমানে ‘তেজস’-এর প্রস্তুতি নিচ্ছেন। তিনি ছবিতে তেজস গিল নামে একজন মহিলা সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যা তাঁর চরিত্র হতে যে কঠোর পরিশ্রম করছেন তারই প্রমাণ দিচ্ছে। এছাড়া কঙ্গনার ঝুলিতে ‘ধক্কড়’ ও ‘থালাইভি’ও রয়েছে।