তুমি যে স্কুলে পড়ো আমি সে স্কুলের প্রিন্সিপাল: কঙ্গনা

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 20, 2021 | 4:35 PM

এক সাক্ষাৎকারে কঙ্গনা আইটেম গান নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেন, “...আমি আইটেম নম্বর করি না কারণ সেগুলিতে আর কিছু করার থাকে না। সেগুলো অশ্লীল, কিছু কিছু সময়ে সেগুলো অনৈতিক, বেশিরভাগই সেক্সিস্ট। এগুলোর মাধ্যমে আর কী করার আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো নিষিদ্ধ করা উচিত। আমি এমন কোনও কিছুর অংশ হতে পারি না যা আমাদের, আমাদের সমাজকে, আমাদের বাচ্চাদের জন্য এতটা বিষাক্ত”

তুমি যে স্কুলে পড়ো আমি সে স্কুলের প্রিন্সিপাল: কঙ্গনা
কঙ্গনা।

Follow Us

কিছুদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সুখদেব পানসে তাঁকে বলেছেন ‘নাচনে গানে ওয়ালি’ যার বাংলা মানে ‘নাচগানের মেয়ে’। কিন্তু কঙ্গনা কথাটিকে হালকা চালে একেবারে নেননি। যথার্থ জবাব দিয়েছেন কঙ্গনা। বলিউডে ‘নাচনে গানে ওয়ালি’ কথাটির অর্থ যাঁরা আইটেম নম্বর গানে নাচ করে থাকেন। কিন্তু কহ্গনা অনেকগুলো বছর ধরে কোনও আইটেম ডান্স করেননি তিনি। আমির খানের শো ‘সত্যমেব জয়তে’র একটি পুরনো ভিডিও ক্লিপিংস শেয়ার করেন কঙ্গনা।  ভিডিওতে রয়েছেন কঙ্গনা, দীপিকা এবং পরিণীতি চোপড়া। কথা চলছে বলিউডে যৌনতা প্রসঙ্গে।

 

আরও পড়ুন হেলমেট ছাড়া বাইক চালিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন! বিবেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

 

সেই ভিডিও রিটুইট করে তিনি লেখেন, ‘এটা দেখুন, আমার কুড়ি বছর বয়সের শুরুর দিকে যখন আমি বুলিউডকে নারীবাদ শেখাচ্ছিলাম। এটা শোনা সমস্ত নতুন-নতুন লিবারেল নারীবাদীরা। তুমি যে-ই স্কুলে পড়ো আমি সে-ই স্কুলের প্রিন্সিপাল।’

ভিডিওতে কঙ্গনা ভারতীয় সিনেমায় নারী চরিত্রদের, আইটেম গানে মহিলাদের বর্ণনা কীভাবে অনুপযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে তা নিয়ে কথা বলেন কঙ্গনা। এমন কি তিনি এও বলেন, যে তিনি গত ৩-৪ বছরে ছয়- ছয়টি আইটেমের গানের অফার প্রত্যাখ্যান করেছেন।

 

 

যিনি এই ভিডিওটি টুইট করেন তিনি ভিডিওটির ক্যাপশানে লেখেন, ‘দীপিকা, আপনি আমার প্রিয় তবে এটি ভীষণ হতাশার যে আপনি বলছেন বলিউডে যৌনতা সম্পর্কে কখনও ভাবেননি, অন্যদিকে কঙ্গনা এত  অজানা কথা বলছেন। কঙ্গনাকে শ্রদ্ধা জানাই কারণ উনি বলছেন যে ভবিষ্যতে এটাকে তিনি এন্টারেটেন করবেন না’

অতীতে এক সাক্ষাৎকারে কঙ্গনা আইটেম গান নিয়ে তাঁর মতামত ব্যক্ত করে বলেন, “…আমি আইটেম নম্বর করি না কারণ সেগুলিতে আর কিছু করার থাকে না। সেগুলো অশ্লীল, কিছু কিছু সময়ে সেগুলো অনৈতিক, বেশিরভাগই সেক্সিস্ট। এগুলোর মাধ্যমে আর কী করার আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো নিষিদ্ধ করা উচিত। আমি এমন কোনও কিছুর অংশ হতে পারি না যা আমাদের, আমাদের সমাজকে, আমাদের বাচ্চাদের জন্য এতটা বিষাক্ত”

Next Article