প্রেগন্যান্ট করিনাকে জোর ধমক নীতু সিংয়ের! কী ঘটে কাপুর পরিবারে?
তার উপর সেই কাণ্ড যদি ঘটে বলিউডের জনপ্রিয় কাপুর খানদানে তাহলে তো কথাই নেই। গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে এবার আর কোনও গুঞ্জন নয়, বরং করিনা কাপুর খানই প্রকাশ্যে নিয়ে আসল, কাপুর বংশের অন্দরের এক কথা।

দেখুন কাণ্ড! কত কী নাই ঘটে বলিউডের অন্দরে। তার উপর সেই কাণ্ড যদি ঘটে বলিউডের জনপ্রিয় কাপুর খানদানে তাহলে তো কথাই নেই। গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে এবার আর কোনও গুঞ্জন নয়, বরং করিনা কাপুর খানই প্রকাশ্যে নিয়ে আসল, কাপুর বংশের অন্দরের এক কথা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডাইনিং উইথ দ্য কাপুরস তথ্যচিত্র। যেখানে উঠে এসেছে কাপুর বংশের খাওয়া-দাওয়া নিয়ে দারুণ দারুণ মজার তথ্য। সেখানেই নীতু কাপুরের সঙ্গে এক বার্তালাপ তুলে ধরেন করিনা কাপুর।
তা ঠিক কী ঘটেছিল রাজ কাপুরের পরিবারে?
তখন করিনা কাপুর দ্বিতীয়বার প্রেগন্যান্ট। ঠিক এমন সময় কাপুর পরিবারের এক অনুষ্ঠানে দেখা হয় করিনা ও নীতু কাপুরের। সেই অনুষ্ঠানেই খেতে বসে, বিপাকে পড়লেন করিনা। সবে তখন ভাপা মাছ মুখে পুরেছেন তিনি। সামনে প্লেটে সাজানো রয়েছে আরও নানা পদ। যেই না খাবার মুখে দিয়েছেন, ঠিক তখনই আগমণ নীতু কাপুরের। করিনাকে খেতে দেখে তো হতবাক তিনি। আশপাশ না দেখেই চিৎকার করে বলে উঠলেন, একী! এত খাবার কেউ খায় নাকি! এভাবে কেউ খায় না। খাবে না তুমি। নীতুর মুখে এমন কথা শুনে করিনাও হতবাক। তারপর খাবার গিলে, কোনওরকমে নীতুকে বললেন, আমি তো এখন প্রেগন্যান্ট। একটু বেশি তো খেতেই পারি!
রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীতে এই বিশেষ তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। যে তথ্যচিত্রে রয়েছেন রাজ কাপুরের পরিবারে প্রায় সবাই। তবে দেখা যায়নি আলিয়া ভাটকে।
