বাইরে থেকে আচমকা হানা নয়, বাড়ির ভিতরেই লুকিয়েছিল হামলাকারী? চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। বুধবার রাতে মুম্বইয়ের ফ্ল্যাটে হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে। ৬ বার ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। বর্তমানে হাসপাতালে ভর্তি সইফ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, চুরি করতে এসে সইফের উপরে হামলা হয়েছে। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ হাতে পেতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। বর্তমানে তাঁর অস্ত্রোপচার চলছে। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপচার করে। তবে ঘটনার সময় কোথায় ছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান? দুই সন্তানকে নিয়ে তিনি সইফ আলি খানের সঙ্গেই ছিলেন। তবে বৃহস্পতিবার সকালেই তিনি জানান, দুই সন্তান ও তিনি সুস্থই রয়েছেন।
দুর্ঘটনার পর তিনি কী করছিলেন সেই ভিডিয়ো এবার এল সামনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মধ্যরাতে সইফের বাড়ির ভিডিয়ো। রাত পোশাকেই দেখা গেল করিনা কাপুর খানকে। ব্যস্ত হয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখে প্রাথমিকভাবে মনেই হচ্ছিল সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যস্ততা কিংবা ঘটনার পরপরের মুহূর্তের ছবি।