রোজ ডে-তে ‘সিঙ্গল’ কার্তিককে গোলাপ দিলেন কে?
গোলাপ দিবসে গোলাপ প্রাপ্তি হল অভিনেতা কার্তিক আরিয়ানের।
প্রেমের সপ্তাহে গতকালই ছিল গোলাপ দিবস। আর এই গোলাপ দিবসে গোলাপ প্রাপ্তি হল অভিনেতা কার্তিক আরিয়ানের। গোলাপ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। ইনস্টাগ্রামে লিখলেন, “এ রকম রোজ ডে যেন রোজ রোজ আসে”। এ বার প্রশ্ন, ‘সিঙ্গল’ কার্তিককে কে দিলেন গোলাপ?
সে রহস্যও ফাঁস করেছেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাত-আট বছরের এক খুদে গোলাপ এগিয়ে দিচ্ছে কার্তিককে। অভিনেতার মুখে চওড়া হাসি। ঝুঁকে সেই খুদের হাত থেকে গোলাপ নিচ্ছেন অভিনেতা। জড়িয়ে ধরে তার সঙ্গে সেলফিও তুলছেন তিনি। যদিও কার্তিক বা সেই খুদে– কারও মুখেই মাস্ক নেই। তাই ভিডিয়োটি এ বছরেরই কিনা সে বিষয়ে খোলসা করে জানাননি অভিনেতা।
View this post on Instagram
কার্তিক দাবি করেন তিনি ‘সিঙ্গল’। সারা আলি খানের সঙ্গে তাঁর ডেটিং রিউমারে একসময় বলিপাড়া তোলপাড় হলেও এখন তা ফ্যাকাসে। কার্তিকের নাম জড়িয়েছে অভিনেতা অনন্যা পাণ্ডের সঙ্গে। কিন্তু অনন্যার মন এখন মজেছে ঈশান খট্টরে। তাই প্রেমিকার কাছে থেকে গোলাপ প্রাপ্তি না হলেও এই খুদে ভক্তের কাছ থেকে গোলাপ পেয়েই খুশি অভিনেতা।
এ বছরে কাজের দিক থেকে বেশ টাইট শিডিউল অভিনেতা। গত বছর জন্মদিনেই নতুন ছবি ‘ধামাকা’র কথা ঘোষণা করেছিলেন তিনি। তা ছাড়া হাতে রয়েছে ‘ভুলভুলাইয়া ‘, ‘দোস্তানা ‘-এর মতো সুপারহিট ছবির সিকুয়াল।