সারার বেলায় যা করেছিলেন চতুর্থ সন্তান জন্মাবার পর সেই একই কাজ করতে চলেছেন সইফ

আর মাত্র কয়েক দিন। চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন অভিনেতা সইফ আলি খান।

সারার বেলায় যা করেছিলেন চতুর্থ সন্তান জন্মাবার পর সেই একই কাজ করতে চলেছেন সইফ
সইফ আলি খান।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 10:12 AM

আর মাত্র কয়েক দিন। চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন অভিনেতা সইফ আলি খান। প্রথম সন্তান জন্মাবার পর যা করেছিলেন চতুর্থ সন্তান আসার পরেও আবারও সেই একই কাজ করতে চলেছেন তিনি। পিতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন সইফ। এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিশদে মুখ খুলেছেন ছোটে নবাব।

সইফের বক্তব্য অনুযায়ী, “বাড়িতে সদ্যোজাত থাকলে কে কাজ করতে চায়? যদি সন্তানকে বেড়ে উঠতে দেখা চাক্ষুষ করতে না পারেন তবে আপনি ভুল করছেন। ” পিতৃত্বকালীন ছুটি নেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সে কারণেই কাজের থেকে সময় বার করে নিতে পারি আমি। নিজেকে ভালবাসা এবং নতুন জিনিস ট্রাই করা খুবই গুরুত্বপূর্ণ। ” সইফের কাছে নিজেকে ভালবাসার বা সেলফ কেয়ারের অর্থ সুস্থ থাকা, সুস্থ জীবন যাপন করা এবং পরিবারকে অনেকটা সময় দেওয়া। আপাতত নতুন অতিথি আসার পর তেমনটাই প্ল্যান রয়েছে তাঁর। প্রসঙ্গত সইফ এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতার সন্তান সারা আলি খান জন্মাবার সময়েও পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন সইফ।

২০১৬ সালে জন্ম হয় সইফ- করিনা প্রথম সন্তান তৈমুর আলি খানের। ওই জুটির দ্বিতীয় সন্তান জন্মাবার আগেই নতুন বাড়িতে শিফ্ট হয়েছেন তাঁরা। ওই নতুন বাড়ির সবটাই সাজিয়েছেন নিজের মতো করে। রয়েছে আলিশান বারান্দা, সুইমিং পুল থেকে শুরু করে ইত্যাদি নানা বিলাসবহুল জিনিস।