কার্তিক আরিয়ান। বলিউডের অন্যতম চর্চিত স্টার। কেরিয়ারের শুরুতেই দর্শক মনে জায়গা করলেও বলিউডে পাকা জায়গা করে নিতে বেজায় সময় লেগেছে তাঁর। মান-অভিমানের পাঠ মিটিয়ে এখন তিনি বলিউডের নয়া চকলেট বয়। একাধিক অভিনেত্রীকে মন দিলেও প্রেম টেকেনি একেবারেই। তবে তিনি যে লড়াই করে পর্দায় টিকে থাকতে জানেন, তা এক কথায় প্রমাণ হয়ে গিয়েছে। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। সম্প্রতি, তিনি ভুল ভুলাইয়া ৩ ছবির শুট নিয়ে ব্যস্ত। সেখানেই দেখা গিয়েছে তাঁকে চেনা লুতকে ধরা দিতে। তিনি রুহবাবা। সম্প্রতি কলকাতার বুকেও করে গিয়েছেন শুটিং। এখন মুম্বইতে চলছে ছবির কাজ। আর ছবির শুটিং-ফাঁকেই এ কী করলেন অভিনেতার?
ডায়েট ভুলে সুস্বাদু চাটে মন দিলেন তিনি। রাস্তার দোকান থেকে সকলের সঙ্গে দাঁড়িয়ে তা কিনে পুরলেন মুখে। সেই ছবি এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। তবে চাট থেকে যে সাধারণের কী হারে ক্রেভিং অর্থাৎ তা খাওয়ার লোভ তৈরি হয়, তা প্রমাণ করতে তিনি এক মজার ছবিও ক্লিক করলেন। তাঁর পোস্টের চারনম্বর ছবিতে দেখা গেল একটি গরু। অভিনেতার হাতে থাকা চাটে তার নজর। জিব দিয়ে গড়াচ্ছে জল।
সকলেই এই ছবি নিয়ে নানা মন্তব্য করে কমেন্ট বক্স ভরিয়ে দিলেন। কেউ লিখলেন, ‘গো-মাতাকে দেখে মনে হচ্ছে এটা দেখতে বেশ মজাদার। আমি কি একটু পাব?’ কেউ আবার লিখলেন, ‘এই চারনম্বর ছবিতে বিউটি কুইনটা কে?’ কারও আবার প্রশ্ন, ‘শেষ ছবিতে যে কিউটি রয়েছে, তাঁকে খাওয়ালেন?’