কেকেআর মালিকের টিমে এবার ডবল ‘কে’! দেখা যাবে শীঘ্রই

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 29, 2021 | 1:14 PM

সালে ‘জিরো’ ফিল্মে একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান এবং ক্যাটরিনা । ক্যাট-এর অভিনয় সে সময়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।

কেকেআর মালিকের টিমে এবার ডবল কে! দেখা যাবে শীঘ্রই

Follow Us

একের পর এক বড়-বড় ফিল্মের সঙ্গে যুক্ত হচ্ছেন কার্তিক আরিয়ান। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর ‘ফ্রেডি’ নামে এক নতুন প্রোজেক্টের আলোচনায় উঠে এসেছে কার্তিকের নাম। তবে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি। তবে, ছবির মুখ্য নারী চরিত্রের খোঁজ চালাচ্ছে নির্মাতারা। প্রকাশিত এক খবরে জানা গিয়েছে, ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ফ্রেডি’ নিয়ে আলোচনায় হয়েছে।

 

আরও পড়ুন শ্বশুর-শাশুড়ি এবং বরের সঙ্গে এবারের হোলি সেলিব্রেশন প্রিয়াঙ্কার

 

সালে ‘জিরো’ ফিল্মে একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান এবং ক্যাটরিনা । ক্যাট-এর অভিনয় সে সময়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। এবং এর জন্য তিনি বেশ প্রশংসাও অর্জন করেছিলেন। তবে এখন দেখে যা মনে হচ্ছে কিং খান তাঁর পরবর্তী প্রযোজনার জন্য ক্যাটরিনাকে চাইছেন। কার্তিক আরিয়ান একবার সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর স্বপ্ন ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সন্তান হবে। অভিনেত্রীর প্রতি তাঁর ভালবাসা এবং ভালবাসা প্রকাশ করেছিলেন তাঁর বক্তব্যে। যদি এই সিনেমায় ক্যাটরিনা অভিনয় করেন তাহলে তাঁদের দুজনের সিনেমাটিক সন্তানের সম্ভবনা রয়েছে।

 

ক্যাট-কার্তিক।

 

টাইগার ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিতে ভরপুর অ্যাকশন রয়েছে। আর তা নাকি নিজেই করবেন ক্যাটরিনা। সে কারণেই কোরিয়ার স্টান্ট আর্টিস্টের কাছে ট্রেনিং নিচ্ছেন ক্যাটরিনা। ক্যাটরিনা ফিটনেস ফ্রিক। বলিউডের সেলেব ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার কাছে দৈনন্দিন ট্রেনিং করেন তিনি। কিন্তু এই ছবির জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখতে হচ্ছে তাঁকে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি নায়িকা। তবে শুধু পরিচালকের চাহিদা নয়, ক্যাটরিনা নিজেও অন ক্যামেরা স্টান্ট করতে চেয়েছিলেন। সে কারণেই নাকি নিজের উদ্যোগে এই ট্রেনিং নিচ্ছেন নায়িকা।

Next Article