দুর্গাপুজোর গানে দেখা যাবে কৌশানীকে, সঙ্গে ‘রক্তবীজ টু’-তে থাকছেন
এই বছর 'কিলবিল সোসাইটি' ছবিটা মুক্তি পেয়েছে। সেখানে কৌশানীর কাজ নজর কেড়ে নিয়েছে। টলিপাড়ায় চর্চা জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবিতে কাজ করতে দেখা যাবে কৌশানীকে। পাশাপাশি কৌশানীর নাচের গান পুজোতে জমে যাবে, তেমন প্রত্যাশা করছেন তাঁর অনুরাগীরা।

এবার পুজোর গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় আসছেন তাঁর নতুন গান ‘সিঙ্গল লাইফ’ নিয়ে। গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গান দর্শক উপহার পাবেন, এমনই দাবি টিমের সদস্যদের। গানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ আরিয়ান। ইতিমধ্যে গানের রেকর্ডিং শেষ। ২০ অগস্ট শুটিং শুরু হবে এই গানের। গানটির আরও এক চমক হলো, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। গানটি মুক্তি পাবে সানি খান আর অনুপ সাহার প্রযোজনাতে।
অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় জানালেন, “পুজোর সবচেয়ে বড় গান হবে ‘সিঙ্গেল লাইফ’। নাচের গান হিসাবে দর্শকদের মন কেড়ে নেবে এই গান, সেটা আশা করছি। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম মিলে এই কাজটা শুরু করছি”। লক্ষণীয় গত বছর কৌশানীকে নিয়ে পুজোতে হইহই পড়ে গিয়েছিল। ‘বহুরূপী’ ছবিতে তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই বছর নায়িকাকে দেখা যাবে ‘রক্তবীজ টু’ ছবিতে। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অঙ্কুশের সঙ্গে থাকছেন কৌশানী।
এই বছর ‘কিলবিল সোসাইটি’ ছবিটা মুক্তি পেয়েছে। সেখানে কৌশানীর কাজ নজর কেড়ে নিয়েছে। টলিপাড়ায় চর্চা জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবিতে কাজ করতে দেখা যাবে কৌশানীকে। পাশাপাশি কৌশানীর নাচের গান পুজোতে জমে যাবে, তেমন প্রত্যাশা করছেন তাঁর অনুরাগীরা। গত বছর থেকেই বেশ ভালো সময় শুরু হয়েছে কৌশানীর। এই গান যেন তৈরি হচ্ছে তারই রেশ ধরে।
