সুশান্ত সিংয়ের সহ-অভিনেতার রহস্যমৃত্যু, অভিনয় করেছিলেন ‘কেশরী’ এবং ধোনির বায়োপিকে

Sohini chakrabarty | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Feb 16, 2021 | 12:36 PM

অক্ষয় কুমারের 'কেশরী' ছবিতে অভিনয় করেছিলেন সন্দীপ নাহার। ধোনির বায়োপিক 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টরি'-তেও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গিয়েছে এই অভিনেতাকে। 

সুশান্ত সিংয়ের সহ-অভিনেতার রহস্যমৃত্যু, অভিনয় করেছিলেন কেশরী এবং ধোনির বায়োপিকে
ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

Follow Us

বলিউডে ফের শোকের ছায়া। মৃত্যু হয়েছে অভিনেতা সন্দীপ নাহারের। গতকাল, অর্থাৎ সোমবার মুম্বইয়ের গোরেগাঁওতে মৃত্যু হয়েছে তাঁর। সন্দীপের মুম্বইয়ের বাড়ি থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার হয়েছে। কীভাবে সন্দীপের মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তবে এটি আত্মহত্যার ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সন্দীপ। মাত্র ৩০ বছর বয়সে অভিনেতার এ হেন আকস্মিক মৃত্যুতে হতবাক বিটাউনের অনেকেই। অক্ষয় কুমারের ‘কেশরী’ ছবিতে অভিনয় করেছিলেন সন্দীপ নাহার। ধোনির বায়োপিক ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-তেও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গিয়েছে এই অভিনেতাকে।

পুলিশ সূত্রে খবর, গোরেগাঁও-তে নিজের ফ্ল্যাটে থাকতেন সন্দীপ। সেখানেই তাঁকে প্রথম অচৈতন্য অবস্থায় দেখেন স্ত্রী কাঞ্চন এবং আরও কয়েকজন বন্ধু। তাঁরাই সন্দীপকে এসভিআর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে সন্দীপের।

ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবারে। অভিনেতার হঠাৎ এমন পরিণতিতে হতবাক বিটাউনের একাংশ।

Next Article