পাঁচ বছর বিবাহিত জীবনের পর বিচ্ছেদের ঘোষণা কীর্তির

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 01, 2021 | 1:11 PM

কীর্তি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ভাল আছেন। তাঁর জীবনে যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁরা ভাল আছেন। এই বিষয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

পাঁচ বছর বিবাহিত জীবনের পর বিচ্ছেদের ঘোষণা কীর্তির
কীর্তি কুলহারি।

Follow Us

বলিউডে (bollywood) ফের দাম্পত্য বিচ্ছেদ। পাঁচ বছর বিবাহিত জীবনের পর দাম্পত্য বিচ্ছেদের ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী (Actress) কীর্তি কুলহারি (Kirti Kulhari)। তিনি এবং তাঁর স্বামী সাহিল সেহগেল যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেছেন কীর্তি।

কীর্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সকলের জানার জন্য খুব সাধারণ একটি বার্তা। আমি এবং আমার স্বামী সাহিল আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। খুব কঠিন সিদ্ধান্ত। কারণ দু’জন যখন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তখন সকলে শুভেচ্ছা, ভালবাসা জানান। আর আলাদা থাকার সিদ্ধান্ত নিলে কেউ পাশে থাকেন না। এটা কষ্টের।’

কীর্তি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ভাল আছেন। তাঁর জীবনে যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁরা ভাল আছেন। এই বিষয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘পিঙ্ক’, ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন কীর্তি। ২০১৬-এ ‘পিঙ্ক’ মুক্তি পাবার কয়েক মাস আগেই সাহিল এবং তিনি বিয়ে করেন। গত বছর এক সাক্ষাৎকারে যদিও সাহিলের প্রশংসা করেছিলেন কীর্তি। তিনি জানিয়েছিলেন, সাহিলের সঙ্গে থেকে মানুষ হিসেবে তিনি অনেক পরিণত হয়েছেন। সিনেমা সংক্রান্ত জ্ঞান তাঁর তুলনায় সাহিলের অনেক বেশি। ফলে কেরিয়ারের দিক থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। বিচ্ছেদের কারণ ব্যক্তিগতই রাখতে চান কীর্তি। সাহিলও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুন, ‘নতুন জীবনের প্রথম দিন’, কেন এ কথা লিখলেন ঋতাভরী?

Next Article