সেদিন ছিল মঙ্গলবার। দিনটা ছিল ৩১ মে। কেকে কলকাতায় আসছেন শুনে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল শহর কলকাতায়। আর সেই উচ্ছ্বাসেরই চরম বলি হয়েছিলেন খোদ গায়কই। নজরুল মঞ্চের ভিড়ঠাসা আবহ, চূড়ান্ত অব্যবস্থাপনা, এসির গোলযোগ কেড়ে নিয়েছিল গায়কের প্রাণ। সেই ঘটনার বছর দুয়েক কেটে গিয়েছে। কলকাতাবাসী আজও কি কাটিয়ে উঠতে পেরেছে সেই শোক। হয়তো না! গুছুনে মানুষ ছিলেন কেকে। কলকাতায় গান গাইবেন বলে তৈরি করে এনেছিলেন কুড়িটি গানের এক তালিকাও। শেষ অনুষ্ঠানে কোন কুড়িটি গান গেয়েছিলেন কেকে? তাঁর গলায় শেষ কোন গান শুনেছিল শহরবাসী?
প্রথমেই বেছে নিয়েছিলেন ‘ঝঙ্কার বিটস’-এর আইকনিক সেই গান ‘তু আশিকি হ্যায়’। এর পরেই বেছে নিয়েছিলেন ‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’। তিন নম্বরে ঠিক করেছিলেন গাইবেন আরও এক হিট ‘দিল ইবাদত’। চারে বেছেছিলেম প্রেম, ‘মেরে বিনা ম্যায়’। পাঁচেও সেই প্রেমের গান, ‘লবো কা’। যে কুড়িটি গান বেছে নিয়েছিলেন সেই সব কয়েকটি গানই সুপারহিট। বন্ধুত্বের গান থেকে শুরু করে, মেরা পহেলা পহেলা প্যায়ার হ্যায়– ছিল আইটেম নম্বরও। কুড়ি নম্বরে জায়গা করেছিল ‘পল’– কেকের অন্যতম মনে রাখার গান। যে গান মুহূর্তের গান, মনে থাকার গান।