কলকাতায় এই প্রথম আন্তর্জাতিক বহুভাষিক সাহিত্য উৎসব ও কবিতা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজন করেছে 'কলকাতা পোয়েট্রি কনফ্লুয়েন্স'। বলা হচ্ছে, এটিই নাকি হতে চলেছে শহরের কবিতাপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার স্থল।
এক ছাদের নিচে বিভিন্ন ভাষার ও নানা ছন্দের কবিতার স্বাদ উপভোগ করতে পারবেন মানুষ।
১১-১২ জুন অনুষ্ঠিত হবে সাহিত্যনির্ভর অনুষ্ঠানটি।
গত সোমবার (১৮.০৪.২০২২) কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। উপস্থিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীজাত, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহরা।
কবিতা পাঠ, নানারকম সেমিনার, ওয়ার্কশপ থাকবে উৎসবে। এর জন্য হাত মিলিয়েছে 'দ্য অ্যান্টোনিম' এবং ভাষা সংসদ প্রকাশনা।
কলকাতা পোয়েট্রি কনফ্লুয়েন্সের পরিচালক প্রফেসর চৈতি মিত্র বলেছেন, "অনুবাদ, কাব্যিক চলচ্চিত্র, সঙ্গীত এবং অন্যান্য পরিবেশনামূলক শ্লোক শিল্পের আধিক্যের উপরই মূলত দৃষ্টি আকর্ষণ করা হবে। কাব্য নির্ভর ছবির স্ক্রিনিং হবে। প্রতিযোগিতাও হবে।"