‘সৃজিতদার ব্যাক টু ব্যাক ছবিতে আমাকে নেওয়া উচিত’, বলছেন কৌশানী
কৌশানী বললেন, ''দর্শকরা আমার কাজে নতুনত্ব আশা করেন। আমি সেই কারণে কাজের ধারা বদলে ফেলেছি। সেই ধরনের কাজে নিজেকে দেখতে চাই, যেরকম কাজে দর্শক আমাকে দেখতে ভালোবাসবেন। এই ছবিটা স্পেশাল। সৃজিদার (মুখোপাধ্যায়) সঙ্গে প্রথম কাজ। সৃজিত-পরমব্রত-অনুপম এই যে জুটিটা, সেখানে আনন্দ কর পুরোনো ফ্যাক্টর। অনুপম রায় পুরোনো সদস্য। কিন্তু কৌশানী মুখার্জি নতুন সদস্য। এই ছবিটা দর্শকের এত ভালো লাগছে বলে, সৃজিতদার আমাকে ব্যাক টু ব্যাক ছবিতে সাইন করা উচিত।''

রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে নজর কেড়েছিলেন কৌশানী। সেই ওয়েব সিরিজ হিট। তারপর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ব্লকবাস্টার। সেই ছবিতে নায়িকা কৌশানী। এরপর কৌশানী অভিনীত ‘হাঙ্গামা ডট কম’ ছবিটা ফ্লপ। কিন্তু এই পয়লা বৈশাখে কৌশানী অভিনীত ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেল। দুই বছরে নায়িকার তিনটে হিট। যে সময়ে এমন হিট পেলেন নায়িকা, সেই সময়ে দু’ বছরে দু’টো হিট পাচ্ছেন না টলিপাড়ার প্রথম সারির নায়িকারা। তাই সত্যি আনন্দে ভাসার কারণ রয়েছে নায়িকার। কৌশানী বললেন, ”দর্শকরা আমার কাজে নতুনত্ব আশা করেন। আমি সেই কারণে কাজের ধারা বদলে ফেলেছি। সেই ধরনের কাজে নিজেকে দেখতে চাই, যেরকম কাজে দর্শক আমাকে দেখতে ভালোবাসবেন। এই ছবিটা স্পেশাল। সৃজিদার (মুখোপাধ্যায়) সঙ্গে প্রথম কাজ। সৃজিত-পরমব্রত-অনুপম এই যে জুটিটা, সেখানে আনন্দ কর পুরোনো ফ্যাক্টর। অনুপম রায় পুরোনো সদস্য। কিন্তু কৌশানী মুখার্জি নতুন সদস্য। এই ছবিটা দর্শকের এত ভালো লাগছে বলে, সৃজিতদার আমাকে ব্যাক টু ব্যাক ছবিতে সাইন করা উচিত।”
লক্ষণীয় টলিপাড়ায় গত বছর থেকে এই বছর পর্যন্ত নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে শুধু দুই নায়িকা এরকম অল্প সময়ে একাধিক হিট পেয়েছেন। ইধিকা পালের ‘প্রিয়তমা’, ‘খাদান’, ‘বরবাদ’ পরপর হিট। আগামী দুর্গাপুজোতে ‘রঘুডাকাত’ ছবিতে দেখা যাবে ইধিকাকে। আবার কৌশানীকে আগামী দুর্গাপুজোতে দেখা যাবে ‘রক্তবীজ টু’ ছবিতে। নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর হিট পাওয়ার বিষয়টাও নজরকাড়া। গত বছর পয়লা বৈশাখে ‘অযোগ্য’ হিট হওয়ার পর এই বছর ‘পুরাতন’ তাঁর প্রযোজনায় হিট ছবি।





