‘হট’ ছবি পোস্ট করলেন কৃতি, কমেন্ট বক্সে কী লিখলেন অমিতাভ?

Mar 27, 2021 | 9:47 PM

শুক্রবার খোলা চুল আর অফ শোল্ডারে ম্যাক্সি ড্রেসের ছবি শেয়ার করেন অভিনেত্রী। অভিনেত্রী পত্রলেখা থেকে সেলিব্রিটি স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার কৃতির পোস্টে কমেন্ট করেন ফায়ার ইমোজি। কিন্তু লাইমলাইট ছিনিয়ে নেন বিগ-বি। তিনি লেখেন, “ওয়াও"। এরপরেই এক নেটিজেনের রসিক মন্তব্য, “স্যর, আপনিও"।

‘হট ছবি পোস্ট করলেন কৃতি, কমেন্ট বক্সে কী লিখলেন অমিতাভ?
কৃতি-অমিতাভ।

Follow Us

এ যেন মেঘ না চাইতেই জল! সোশ্যাল মিডিয়ায় ‘হট’ ছবি শেয়ার করলেন কৃতি শ্যানন। আর সেই ছবিতেই কমেন্ট করলেন স্বয়ং বিগ-বি।

শুক্রবার খোলা চুল আর অফ শোল্ডারে ম্যাক্সি ড্রেসের ছবি শেয়ার করেন অভিনেত্রী। অভিনেত্রী পত্রলেখা থেকে সেলিব্রিটি স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার কৃতির পোস্টে কমেন্ট করেন ফায়ার ইমোজি। কিন্তু লাইমলাইট ছিনিয়ে নেন বিগ-বি। তিনি লেখেন, “ওয়াও”। এরপরেই এক নেটিজেনের রসিক মন্তব্য, “স্যর, আপনিও”।

দিন কয়েক আগেই প্রিয় বন্ধু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন কৃতি। কৃতি বলেছিলেন, একটা সময়ের পর গোটা বিষয়টা এতটাই টক্সিক হয়ে গিয়েছিল যে তা থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কৃতি। কৃতির বক্তব্য, “চারদিকে এত কথা এত আলোচনা হচ্ছিল যে তাঁর অংশ হতে চাইনি আমি। এমনটা একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ সংবেদনশীল হওয়া ছেড়ে দিয়েছিল। গোটা বিষয়টার বিশ্লেষণ করে কারও সঙ্গে আমার অনুভূতি শেয়ার করার কথা মনে হয়নি। পাশপাশি যা আপানি বলতে চান, তা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বলতে পারেন। জোরে জোরে বলার থেকে সোশ্যাল মিডিয়াতেও তা বলতে পারেন।”


সুশান্তের শেষযাত্রায় বলিউড থেকে হাতে গোনা যে কয়েকজন উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে কৃতি অন্যতম। তাঁর এবং সুশান্তের সম্পর্ক নিয়ে একসময় ইন্ডাস্ট্রিতে কম আলোচনা হয়নি। প্রেমিকা নাকি শুধুই বন্ধু? সুশান্তের কাছে ঠিক কী ছিলেন কৃতি? তা জানা যায়নি। তবে সুশ যে তাঁর কাছে সত্যিই ‘স্পেশ্যাল’ তা আজও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।

 

Next Article