AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবা সাহায্য করলে…’, কুমার শানুকে নিয়ে অভিমানী ছেলে জান?

বাবাকে নিয়ে কোনও অভিযোগ নেই জানের। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পরই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন শানু। বেশ ভালই চলছিল তাঁদের সুখের সংসার। তবে সেই সুখও বেশি দিন স্থায়ী হয়নি।

'বাবা সাহায্য করলে...', কুমার শানুকে নিয়ে অভিমানী ছেলে জান?
| Edited By: | Updated on: Aug 10, 2025 | 1:02 PM
Share

‘চুরাকে দিল মেরা’ থেকে শুরু করে ‘দিল তো পাগল হ্য়ায়’, একের পর এক রোম্যান্টিক মাস্টারপিসের সৌজন্যে এখনও শ্রোতাদের মনে উজ্জ্বল কুমার শানু । তবে তাঁর ব্য়ক্তিগত জীবন সম্পর্কে রয়েছে একাধিক গুঞ্জণ। গায়কের বিরুদ্ধে আগেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাঁর ছেলে জান কুমার শানু। ফের বাবার সম্পর্কে তাঁকে বলতে শোনা যায়, কুমার শানুর অসহযোগিতার কারণেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারেননি তিনি।

কী বললেন জান? এন্টারটেনমেন্ট টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জান বলেছিলেন, “বাবা (কুমার শানু) সাহায্য করলে তিনি আজ ইন্ডাস্ট্রির বড় নাম হতে পারত।” যদিও এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট সংযোজন, বাবার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই—দাবিও নেই বাবার কাছ থেকে তাঁর। সম্পূর্ণ ভরসা রয়েছে ভগবানের উপর। জান-সহ কুমার শানুর তিন ছেলের কেউই সেভাবে সাফল্য পাননি ইন্ডাস্ট্রিতে। ২০২০-তে সলমন খানের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এ অংশ নেওয়ার পর কিছুটা হলেও পরিচিতি লাভ করেছেন জান।

বাবাকে নিয়ে কোনও অভিযোগ নেই জানের। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পরই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন শানু। বেশ ভালই চলছিল তাঁদের সুখের সংসার। তবে সেই সুখও বেশি দিন স্থায়ী হয়নি। ছ’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরিত্য়াগ করেন কুমার শানু। সেই সময় এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল শানুর। আর সেই কারণেই রীতার সঙ্গে ছাড়াছাড়ি হয় তাঁর। এরপর সন্তানদের একাই মানুষ করেন রীতা। বাবার সঙ্গে সুখের কোনও স্মৃতি নেই জানের। থাকার কথাও নয় যদিও। কারণ জান পৃথিবীতে আসার আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে বাবা-মায়ের। মা-ই তাঁর কাছে সব। বাবার সঙ্গে তাঁর একেবারেই কোনও সম্পর্ক নেই বললে অবশ্য ভুল বলা হবে। তবে সে সম্পর্ক অম্লমধুর। বাবা শানুর মতোই তিনিও বেছে নিয়েছেন একই পেশা। তবে তাঁর সাফল্য এখনও অধরা। এখন সেই লক্ষ্য়েই স্থির জান।

শানকে আরও বলতে শোনা যায়, তাঁর কাছে ভালবাসার মানুষ একজনই—তিনি আর কেউ নন, তাঁর মা রীতা। মা-ই তাঁকে একার হাতে মানুষ করেছেন। তাই তাঁর কাছে বাবা ও মায়ের মধ্য়ে কোনও ফারাক নেই। তবে প্রিয়তম মা। জানের দুই দাদা রয়েছেন: জেসি ও জিকো। যদিও জানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেসি বা জিকো কাউকেই আপাতত প্রকাশ্য়ে কোনও বক্তব্য পেশ করতে শোনা যায়নি। শোনা যায়, রীতার পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন শানু। শেষে বিয়ে করেন সালোনি ভট্টাচার্যকে। সালেনি ও শানুর দুই কন্য়া সন্তানও রয়েছে।