বাথটাবে এক পুরুষের সঙ্গে লাবণী; জানতে পেরে কী করেছিলেন তাঁর বাবা?

Sneha Sengupta |

Mar 17, 2024 | 9:40 AM

Labani Sarkar: বাথটাবে অন্য এক পুরুষের সঙ্গে লাবণী সরকার। জানতে পারেন তাঁর বাবা। তারপরই মেয়ে বাবার মুখোমুখি। সেদিন কী-কী ঘটেছিল নিজ মুখে বলেছিলেন অভিনেত্রী। সেই ঘটনা আজীবন স্মরণে রয়ে গিয়েছে তাঁর।

1 / 8
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তেন লাবণী। সেখানে পড়ার সময় পরিচালক দেবাংশু সেনগুপ্ত (কিংবদন্তি সিরিয়াল নির্মাতা এবং একদা অভিনেত্রী খেয়ালী ঘোষ দোস্তিদারের স্বামী) তাঁকে ঠেলতে-ঠেলতে নিয়ে গিয়েছিলেন জোছন দোস্তিদারের কাছে। জোছন দোস্তিদারকে কে না চেনেন। তিনি অন্যতম সিরিয়াল নির্মাতা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তেন লাবণী। সেখানে পড়ার সময় পরিচালক দেবাংশু সেনগুপ্ত (কিংবদন্তি সিরিয়াল নির্মাতা এবং একদা অভিনেত্রী খেয়ালী ঘোষ দোস্তিদারের স্বামী) তাঁকে ঠেলতে-ঠেলতে নিয়ে গিয়েছিলেন জোছন দোস্তিদারের কাছে। জোছন দোস্তিদারকে কে না চেনেন। তিনি অন্যতম সিরিয়াল নির্মাতা।

2 / 8
জোছন দোস্তিদারের কাছে গিয়েই অভিনয়ের সুযোগ আসে অভিনেত্রী লাবণী সরকারের। কপাল খুলে যায় তাঁর। উদারপন্থী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লাবণী। রক্ষণশীলতার লেশমাত্র ছিল না তাঁর পরিবারে। সেই  ছোট বয়স থেকেই বলিউডের নামজাদা অভিনেত্রী শাবানা আজ়মিদের সঙ্গে অপর্ণা সেনের পরিচালনায় ‘সতী’ ছবিতে অভিনয় করেন লাবণী।

জোছন দোস্তিদারের কাছে গিয়েই অভিনয়ের সুযোগ আসে অভিনেত্রী লাবণী সরকারের। কপাল খুলে যায় তাঁর। উদারপন্থী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লাবণী। রক্ষণশীলতার লেশমাত্র ছিল না তাঁর পরিবারে। সেই ছোট বয়স থেকেই বলিউডের নামজাদা অভিনেত্রী শাবানা আজ়মিদের সঙ্গে অপর্ণা সেনের পরিচালনায় ‘সতী’ ছবিতে অভিনয় করেন লাবণী।

3 / 8
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত এক টকশোতে এসে অতীতের সেই স্বর্ণালী সময়টার কথা বলতে গিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অভিনেত্রীর। তবে একটি গুরুত্বপূর্ণ ছবির নায়িকার চরিত্রটাই হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল লাবণীর।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত এক টকশোতে এসে অতীতের সেই স্বর্ণালী সময়টার কথা বলতে গিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অভিনেত্রীর। তবে একটি গুরুত্বপূর্ণ ছবির নায়িকার চরিত্রটাই হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল লাবণীর।

4 / 8
অভিনেত্রী সেদিন জানিয়েছিলেন, সেই ছবি না করার কারণ ছিলেন তাঁর বাবা। বলেছিলেন, “বাবা চাননি বলেই কাজটা আমার করা হল না”। কীসের আপত্তি ছিল বাবার?

অভিনেত্রী সেদিন জানিয়েছিলেন, সেই ছবি না করার কারণ ছিলেন তাঁর বাবা। বলেছিলেন, “বাবা চাননি বলেই কাজটা আমার করা হল না”। কীসের আপত্তি ছিল বাবার?

5 / 8
‘সিটি অফ জয়’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন লাবণী সরকার । ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে দেশ-বিদেশের নামকরা তারকারা অভিনয় করেছিলেন। সেই ছবিতে নায়িকা লাবণীর একটি অ্যাডাল্ট দৃশ্যে অভিনয় করার কথা ছিল।

‘সিটি অফ জয়’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন লাবণী সরকার । ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে দেশ-বিদেশের নামকরা তারকারা অভিনয় করেছিলেন। সেই ছবিতে নায়িকা লাবণীর একটি অ্যাডাল্ট দৃশ্যে অভিনয় করার কথা ছিল।

6 / 8
লাবণী বলেছিলেন, “ছবির হিরো অভিনেতা প্যাট্রিকের সঙ্গে আমার বাথ টাবে একটি অ্যাডাল্ট দৃশ্য ছিল। সেটার কথা জানতে পেরে সেই ছবি থেকে আমাকে সরে আসতে বলেছিলেন বাবা। তিনি আমাকে মানা করেছিলেন এমন দৃশ্যে অভিনয় করতে।"

লাবণী বলেছিলেন, “ছবির হিরো অভিনেতা প্যাট্রিকের সঙ্গে আমার বাথ টাবে একটি অ্যাডাল্ট দৃশ্য ছিল। সেটার কথা জানতে পেরে সেই ছবি থেকে আমাকে সরে আসতে বলেছিলেন বাবা। তিনি আমাকে মানা করেছিলেন এমন দৃশ্যে অভিনয় করতে।"

7 / 8
বলেছিলেন, "আমার বাবা সেদিন আমাকে ডেকে বলেছিলেন, ‘তোমাকে তো কোনও কিছুতেই বাধা দিইনি আমি। একটাই অনুরোধ করতে চাই। এই দৃশ্যটা আছে বলেই তুমি এই ছবিটা কোরো না। এটা তোমার কাছে আমার অনুরোধ। বাবা হয়ে এমন দৃশ্যে তোমার অভিনয় আমি দেখতে পারব না।'”

বলেছিলেন, "আমার বাবা সেদিন আমাকে ডেকে বলেছিলেন, ‘তোমাকে তো কোনও কিছুতেই বাধা দিইনি আমি। একটাই অনুরোধ করতে চাই। এই দৃশ্যটা আছে বলেই তুমি এই ছবিটা কোরো না। এটা তোমার কাছে আমার অনুরোধ। বাবা হয়ে এমন দৃশ্যে তোমার অভিনয় আমি দেখতে পারব না।'”

8 / 8
বাবাকে অসম্ভব ভালবাসেন লাবণী। ফলে সেই অনুরোধ কিছুতেই ফেরাতে পারেননি। ছবির পরিচালককে জানিয়ে সরে এসেছিলেন চুপিসারে। পরবর্তীতে লাবণীর ফেলে আসা চরিত্রটিতে অভিনয় করেছিলেন সুনীতা সেনগুপ্ত।

বাবাকে অসম্ভব ভালবাসেন লাবণী। ফলে সেই অনুরোধ কিছুতেই ফেরাতে পারেননি। ছবির পরিচালককে জানিয়ে সরে এসেছিলেন চুপিসারে। পরবর্তীতে লাবণীর ফেলে আসা চরিত্রটিতে অভিনয় করেছিলেন সুনীতা সেনগুপ্ত।

Next Photo Gallery